জানেন চাঁদকে মামা কেন ডাকা হয়? কাকু, জেঠু, মেসো এত সম্পর্ক থাকতেও শুধু ‘মামা’ কেন ?

জানেন চাঁদকে মামা কেন ডাকা হয়? কাকু, জেঠু, মেসো এত সম্পর্ক থাকতেও শুধু ‘মামা’ কেন ?

জানেন চাঁদকে মামা কেন
ডাকা হয়?

কাকু, জেঠু, মেসো
এত সম্পর্ক থাকতেও
শুধু ‘মামা’ কেন ?

কে প্রথম ‘চাঁদকে’ ‘
মামা বানিয়েছে জানেন?

হিন্দু শাস্ত্রে লুকিয়ে আছে
চাঁদ মামার ২টি আসল রহস্য

যা অনেকেই
বিশ্বাস করেন না
জানুন কি সেই রহস্য

প্রতিটা মানুষেরই ছোট বেলা কাটে পৃথক পৃথকভাবে। কিন্তু এক দিক থেকে আমাদের সবারই ছোটবেলা এক। একটি মাত্র দিক দিয়ে আমাদের সবার মিল রয়েছে। সেটি হল, আমাদের একটি মামা রয়েছে। ইনি আমাদের সবার মামা। নাম্ম তাঁর ‘ চাঁদ মামা ‘। প্রতিটি মানুষই ছোট বেলাই একবার হলেও এই মামার নাম শুনেছেন, গল্প শুনেছেন। চাঁদ মামাকে কেন্দ্র করে রয়েছে কত্ত ছড়া ও গান। আমাদের কাছে চাঁদের বড় পরিচয় – চাঁদ মামা। আচ্ছা কখনও ভেবেছেন চাঁদকে মামা কেন ডাকি, কাকু, জেঠু, মেস না ডেকে, চাঁদকে কেবল মামা কেন ডাকা হয়! এর নেপথ্যে লুকিয়ে আছে বিশেষ দুটি কারণ।

প্রথম কারণটি হিন্দু শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত। শোনা যায়, একবার দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়। সেই সময় সমুদ্রের ভিতর থেকে বেশকিছু উপাদান বেরিয়ে আসে। এই উপাদানগুলির মধ্যে ছিল মা লক্ষ্মী, বারুণী, চাঁদ এবং বিষ। সে সময় মা লক্ষ্মী বেরিয়ে চলে যায় ভগবান শ্রী বিষ্ণুর কাছে। তখন থেকে লক্ষ্মীকে মানা হয় মা। মূলত বিষ্ণুর নির্দেশেই লক্ষ্মীক মা মানা হয়। অন্যদিকে বাকি উপাদান গুলোকে মানা হত মা লক্ষ্মীর ভাই বোন। সেই হিসেবে দেখা যায়, মা লক্ষ্মীর পর উদ্ভব হয় চাঁদের। যার ফলে চাঁদকে ডাকা হয় মামা। সহজভাবে বললে লক্ষ্মীকে আমরা সকলেই মা ডাকি। চাঁদ যেহেতু মা লক্ষ্মীর ভাই, তাই চাঁদ সম্পর্কের দিক থেকে মামা।

দ্বিতীয় কারণটি হল, চাঁদ দিন রাত পৃথিবীর চারপাশে ঘোরে। পৃথিবীকে পাহারা দেয়। পৃথিবীকে ভাইয়ের মত চোখে চোখে রাখে চাঁদ। আর পৃথিবী আমাদের কাছে মায়ের মতন। পৃথিবীকে আমরা মা ডাকি। তাই ফলস্বরূপ এক্ষেত্রেও চাঁদ আমাদের মামা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *