রতন টাটাকে বড়সড় চ্যালেঞ্জ ইশা আম্বানির! দেশে আনছে ১০টি বিখ্যাত বিদেশী কোম্পানি, মুকেশ কন্যার প্ল্যান শুনলে, চমকে যাবেন
রতন টাটাকে
বড়সড় চ্যালেঞ্জ
ইশা আম্বানির!
টাটাকে টক্কর দিতেই
দেশে আনছে
১০টি বিখ্যাত বিদেশী কোম্পানি
প্ল্যান সফল হলেই
মার খাবে টাটা
শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই
মুকেশ কন্যার প্ল্যান শুনলে
চমকে যাবেন আপনিও
ঠিক কি করছেন
আম্বানির রাজকন্যা?
ভারতের বাজারে সবচেয় জনপ্রিয় দুটি সংস্থা টাটা ও রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দুজনেই দুজনের ক্ষেত্রে সর্বেসর্বা। একে অপর থেকে কম কিছু নয়। নতুন নতুন উদ্যোগের দৌলতে প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসেন ভারতের জনপ্রিয় দুই শিল্পপতি। কখনও দেখা যায়নি এই দুই সংস্থাকে নিজেদের পথের কাঁটা হতে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করতে। তবে এই প্রথমবার টাটা কোম্পানিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রতন টাটাকে সরাসরি প্রতিযোগিতার মুখোমুখি দাঁড় করাল মুকেশ অন্যা ইশা আম্বানি।
ঠিক কি ঘটেছে? ঘটনার সূত্রপাত রিলায়েন্স রিটেলের দায়িত্বে থাকা ইশা আম্বানির একটি উদ্যোগ থেকে। ইশা আম্বানির পরিকল্পনা অনুসারে, সম্প্রতি রিলায়েন্স সংস্থাটি চুক্তি করেছে বিখ্যাত ব্রিটিশ কফি এবং স্যান্ডউইচ চেইন – প্রিট এ ম্যাঞ্জারের সাথে। যার ফলে ভারতের বাজারে কড়া টক্করের মুখোমুখি পড়তে চলেছে টাটা গ্রুপের স্টারবাকস ইন্ডিয়া। এত দিন ভারতে কফি শপের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন ছিল স্টারবাকস। কফি খেতে মন চাইলেই সকলেই ছুটতেন স্টারবাকসে। কিন্তু ইশা আম্বানির প্ল্যানমাফিক ব্রিটিশ কফি এবং স্যান্ডউইচ চেইন- প্রিট এ ম্যাঞ্জার ভারতে প্রথম স্টোর খোলার পর থেকেই স্টারবাকস অনেকটাই পিছিয়ে পড়েছে। জানা যাচ্ছে ভারতে ম্যাঞ্জারের দশটি স্টোর খোলা হবে। ইদানিং তরুণ সমাজের মধ্যে চা, কফির প্রতি আলাদাই একটা টান তৈরি হয়েছে। রেস্তোরা কিংবা হোটেলের চেয়েও আজকালকার ছেলে মেয়েরা ক্যাফেতেই বেশি যায়। এই সমস্ত দিক খতিয়ে দেখেই ম্যাঞ্জারের সাথে চুক্তি বদ্ধ হয়েছে রিলায়েন্স। ইতিমধ্যেই একটি স্টোর খোলা হয়েছে। ভারতের প্রথম ম্যাঞ্জার স্টোর খোলা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে মেকার ম্যাক্সিটিতে।
রিলায়েন্স কতৃপক্ষের দাবি ভারতের বাজারে ম্যাঞ্জারের হাত ধরেই বদলাতে চলেছে পানীয় ও স্নেকস আইটেমের সংজ্ঞা।
Leave a Reply