জুলাইয়ের ১ তারিখেই দাম বাড়বে বহু জিনিসের, বদলে যাবে একাধিক নিয়ম! প্রকাশ্যে এলো তালিকা

গ্যাসের দাম থেকে শুরু জ্বালানী খরচ! পয়লা জুলাইয়েই ৬টি বড়সড় রদবদল, বদলাবে একাধিক নিয়ম

গ্যাসের দাম থেকে শুরু
জ্বালানী খরচ!

পয়লা জুলাইয়ে
৬টি বড়সড় রদবদল
বদলাবে একাধিক নিয়ম

ভয়ঙ্করভাবে বাড়বে
মধ্যবিত্তের চাপ
পুড়বে আমজনতার পকেট

পাল্টাতে চলেছে ঠিক
কোন কোন নিয়ম?

ইদানিং জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে। বিশ্বজুড়ে ঘটে চলা আর্থিক মন্দার সরাসরি প্রভাব পড়ছে আমজনতার উপর। কাঁচা বাজার থেকে শুরু দৈনন্দিন যাবতীয় জিনিসে হাত দিলেই ছ্যাকা খাচ্ছে মধ্যবিত্তরা। সামনেই জুলাই মাস। নতুন মাসের শুরুতে পাল্টে যাবে বিভিন্ন জিনিসপত্রের দাম। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সাধারণ আমজনতার প্রশ্ন, কোন জিনিসের দাম কতটা বাড়ল কোন জিনিসের দাম কতটা কমল। আগামী পয়লা জুলাই থেকেই ৬ টি ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে ভালো রকম প্রভাবিত হতে চলেছে আমজনতা। বিপদে পড়ার আগে দেখে নিন কোন ৬টি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে-

রান্নার গ্যাসঃ বর্তমানে সবচেয়ে বেশি পরিবর্তিত হচ্ছে রান্নার গ্যাসের দাম। তবে ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাসের দাম অনেকটা একই থাকছে। তবে নিয়মিত দাম পাল্টাচ্ছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের। জুলাই মাসেও ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস দাম ফের একবার পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

সিনজি ও পিএনজির দামঃ জুলাই মাস থেকেই পরিবর্তিত হতে পারে সিএনজি এবং পিএনজির দাম।

চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্টাডিতে পরিবর্তনঃ জুলাই মাস থেকেই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্টাডিতে আসছে বড়সড় পরিবর্তন।
এক্ষেত্রে একটি নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ পড়ুয়া।

ক্রেডিট কার্ডঃ জুলাই মাস থেকেই বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম। জুলাই থেকে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করলেই, তাতে বসানো হবে ২০% টিসিএস। তবে এক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট নিয়ম।

টোল প্লাজায় নতুন নিয়মঃ জুলাই মাস থেকেই টোল প্লাজায় ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। এই পরিবর্তনটি আসতে চলেছে, দিল্লি-দেরাদুন হাইওয়ের সিভায়া টোল প্লাজায়। এখানে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন এবং ভারী যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়ানো হবে ।

নিম্মমানের জুতো বিক্রি বন্ধঃ জুলাই থেকে দেশজুড়ে বন্ধ হবে, নিম্নমানের জুতো তৈরি এবং বিক্রি। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে গুণগতমান বজায় রেখে জুতো তৈরি করতে হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *