জানেন কত টাকার মালিক তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ? মাথায় উপর ঋণের বোঝা, প্রকাশ্যে এলো রিপোর্ট
জানেন কত টাকার মালিক
তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ?
নেই জমিজমা, ফ্ল্যাট বাড়ি!
চড়ে বেড়ান দামী গাড়ি!
মাথায় উপর ঋণের বোঝা!
ছড়িয়ে ছিটিয়ে বিস্তর ধার দেনা!
মোট কত টাকার সম্পত্তি
বানিয়েছেন সায়নী?
প্রকাশ্যে এলো রিপোর্ট
এবার ইডির নিশানায় তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে গেল তৃণমূল নেত্রীর নাম। ইতিমধ্যেই ইডির তলব পেয়েছেন অভিনেত্রী। এই তলবের পর থেকেই ফের নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতির অন্দর মহলে। একেই বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই ট্রেন্ডিংয়ে থাকেন তিনি। তারই মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সায়নী ঘোষের নাম। সায়নীকে কেন্দ্র করে উঠছে বিস্তর প্রশ্ন। সায়নী ঘোষও কি তবে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত, শুরু হয়েছে বিস্তর জলঘোলা। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, নেটিজেনদের একাংশের কৌতূহল মোট কত টাকার সম্পত্তি রয়েছে সায়নী ঘোষের!
ব্যাঙ্কে অ্যাকাউন্ট ও অর্থের পরিমাণঃ
তৃণমূল নাম লিখিয়ে, আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন সায়নী ঘোষ। সেখান থেকেই শুরু হয় রাজনৈতিক ক্যারিয়ারের যাত্রা। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই সায়নী ঘোষের সম্পত্তি তালিকায় বেশ বড় রকমের হেরফের হয়। বিভিন্ন তথ্য সূত্রে খবর, ২০১৯ থেকে ২০ অর্থবর্ষে সায়নীর উপার্জন ৪৯ লক্ষ ২ হাজার ৫৬৮ টাকা ৩২ পয়সা। মাত্র এক অর্থ বর্ষেই তিনি এত বিপুল টাকা উপার্জন করেন। তবে পরবর্তী অর্থবর্ষে এই টাকা কমে যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়, সায়ণীর একাউণ্টে ছিল মাত্র ৩২ হাজার ৭৭৫ টাকা নগদ। সায়ণী ঘোষের নাম একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এই সমস্ত অ্যাকাউণ্টে রাখা টাকার মোট পরিমাণ ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা ৮ পয়সা। শেয়ার মার্কেটে তিনি কোনও বিনিয়োগ করেননি বলেই জানা গেছে। এছাড়াও জীবনবীমা ক্ষেত্রে সায়ণীর মোট বিনিয়োগ ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা।
গাড়ি, বাড়ি, জমি জমার পরিমাণঃ
তৃণমূল সদস্য সায়ণী ঘোষের একটি বিলাসবহুল হোন্ডা জ্যাজ গাড়ি রয়েছে। যেটি তিনি ২০১৭ সালে কিনেছিলেন। যার বাজার মূল্য সে সময় ৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকা। সায়নীর কাছে সোনার পরিমাণ, চার গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। সায়নীর নামে কোনরকম জমিজমা, বাড়ি ঘরের হদিশ মেলেনি। তবে তথ্য সূত্রে জানা গেছে, যাদবপুরে সায়ণীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ৬৭০ বর্গফুটের ফ্ল্যাটটি ২০১৫ সালে কিনেছিলেন। সেই সময় যার বাজারমূল্য ছিল ২৪ লক্ষ টাকা। বর্তমানে ফ্ল্যাটটির বাজার মূল্য ৩৪ লক্ষ টাকার বেশি।
ঋণের বোঝাঃ
সায়নী ঘোষের বিপুল ধনরাশি থাকলেও, ঋণের বোঝাও কিন্তু কম নয়। বাড়ি থেকে গাড়ি সব মিলিয়ে, সায়ণীর ঋণের পরিমাণ ৬৪ লক্ষ ৪৫ হাজার ৫৫৬ টাকা ৫২ পয়সা। ব্যাংকে রয়েছে মোটা অঙ্কের ঋণ। সব মিলিয়ে মোট ঋণের পরিমাণ ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা ৫২ পয়সা। এই সম্পূর্ণ তথ্য ও হিসেবে পাওয়া গেছে, ২০২১ সালে, আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে সায়ণীর জমা দেওয়া মনোনয়নপত্র থেকে। বর্তমানে এই হিসেবটির হেরফের হতে পারে।
শিক্ষাগত যোগ্যতাঃ
হলফনামায়, সায়ণী নিজের শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে জানান। ২০১১ সালে যাদবপুরের হিরেন্দ্র লিলা পত্রনাভিস স্কুল থেকে CISCE বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
Leave a Reply