জানেন কত টাকার মালিক অভিষেক ব্যানার্জি? প্রকাশ্যে এলো মুখ্যমন্ত্রীর ভাইপোর সম্পত্তি তালিকা
জানেন কত টাকার মালিক
অভিষেক ব্যানার্জি?
অঢেল সম্পত্তির চৌকিদার
অভিষেক ও রুজিরা
বিলাসবহুল বাড়ি থেকে গাড়ি
দামী দামী সোনা থেকে রুপো
কি নেই তালিকায়!
মুখ্যমন্ত্রীর ভাইপোর সম্পত্তি
তালিকা দেখলে
জ্ঞান হারাবেন আপনিও
না দেখলে
বিশ্বাসই করতে পারবেন না
প্রকাশ্যে বিশাল আপডেট
তিনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ভাইপো। শোনা যায়, মমতার পর ইনিই নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী পদের যোগ্য উত্তরাধিকারি। টিএমসির অন্যতম সৈনিক। তিনি আর কেউ নন, এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে চর্চিত মুখ অভিষেক ব্যানার্জি। তৃণমূলের বলিষ্ঠ যুবনেতা, সেকেন্ড ইন কমান্ড। যাকে নিয়ে আমজনতার আগ্রহের কমতি নেই। রাজকীয় লাইফ স্টাইল, ঘন ঘন বিদেশ ভ্রমণ, বিলাসবহুল গাড়িতে চলাফেরা এই সবের জেরে বারে বারে শিরোনামে উঠে আসে অভিষেকের নাম। এই সব দেখে আমজনতার কৌতূহল মোট কত টাকার মালিক মুখ্যমন্ত্রীর ভাইপো। কত টাকা আছে অভিষেকের কোষাগারে। সেই তথ্যই বেরিয়ে এলো অভিষেক ব্যানার্জির জমা দেওয়া নির্বাচনের মনোনয়ন পত্র থেকে।
জানা যায়, রাজনৈতিক ক্যারিয়ারে যুক্ত হওয়ার পর থেকেই অগাদ সম্পত্তির মালিক হয়ে উঠেছেন অভিষেক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র অনুযায়ী অভিষেকের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৫১ লক্ষ ৯৯ হাজার ২৭২ টাকা। বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, বর্তমানে চার বছরের ব্যবধানে এই সম্পত্তির পরিমাণ আরও অনেক বেড়েছে। ২০১৯ সালের রিপোর্ট থেকে বেরিয়ে আসে, অভিষেকের হাতে নগদ টাকা পরিমাণ ছিল ২২ হাজার ৭৩০ টাকা। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মালিকানা রয়েছে অভিষেকের হাতে। ৪টি ব্যাংক অ্যাকাউন্টের কথা তিনি প্রকাশ্যে আনেন। চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অভিষেকের জমানো টাকার পরিমাণ যথাক্রমে-
১ম টিতে ৭ লক্ষ ৪৮ হাজার ৯৪৩ টাকা
২য় টিতে ১৯ হাজার ৮১ টাকা
৩য় টিতে ৩৪ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা
চতুর্থটিতে ৮০ হাজার টাকা
বর্তমানে এই টাকার পরিমাণ হেরফের হতে পারে।
অভিষেক একাই নন, বিস্তর সম্পত্তির মালিক তার স্ত্রী রুজিরাও। ২০১৯ সালে, স্ত্রী রুজিরার হাতে নগদ টাকার পরিমাণ ছিল ২০ হাজার ৫০০ টাকা। স্ত্রী রুজিরাও একই সঙ্গে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউণ্টের মালিক। এই ৪টি ব্যাংকে টাকার পরিমাণ যথাক্রমে-
১ম টিতে ১০ হাজার টাকা
২য় টিতে ১ লক্ষ টাকা
৩য় টিতে ২০ লক্ষ টাকা
চতুর্থটিতে ৬ লক্ষ ৬৪ হাজার ৬৩৩ টাকা
পঞ্চমটিতে ২৭ হাজার ৩৮২ টাকা
এই ৫টি অ্যাকাউণ্টের পাশাপাশি, একটি DEPENDENT অ্যাকাউণ্টের মালিকানা রয়েছে রুজিরার হাতে। সেখানে রয়েছে ১০ লক্ষ ৯ হাজার ২৯ টাকা।
এতো গেল সম্পত্তির পরিমাণ। সম্পত্তির সাথে সাথেই দুজনেই পাল্লা দিয়ে বিনিয়োগ করেছেন বিভিন্ন কোম্পানিতে। দুজনের বিনিয়োগের অঙ্ক যথাক্রমে-
১ম টিতে ১ লক্ষ ৭০ হাজার টাকা,
২য় টিতে ১ লক্ষ ৭০ হাজার টাকা,
৩য় টিতে ১০ হাজার টাকা।
অভিষেক ব্যানার্জীর নিজের নামেই ১০ হাজার টাকা করে ১৩টি NSS এবং POSTAL সেভিংস রয়েছে। এখানেই শেষ নয়। একই খাতে ৫ হাজার টাকা রয়েছে ৪টি সেভিংস। সেই সাথেই LIC ও অন্যান্য ইন্সুরেন্সের ক্ষেত্রে বিনিয়োগ করেছেন ২ লক্ষ ৭৫ হাজার ৯৩৯ টাকার।
এবার এক নজরে দেখে নিন অভিষেকের অন্যান্য সম্পত্তির পরিমাণ-
এক, অভিষেক ব্যানার্জী একটি স্করপিও গাড়ির মালিক। যার বাজারমূল্য ৩ লক্ষ টাকারও বেশি।
দুই, অভিষেক ও তার স্ত্রী রুজিরার মোট সোনার পরিমাণ ২২ গ্রাম। যার মূল্য ৬৩ হাজার ৮০০ টাকা। রুপোর পরিমাণ ৪০ গ্রাম, মূল্য ১ হাজার ৯০০ টাকা। এদিকে স্ত্রী রুজিরার নিজস্ব গয়নার মধ্যে রয়েছে-
– ২.৩ কেজি রুপো যার দাম ৬৫৮ টাকা।
– সোনা এবং হীরে। যার মোট মূল্য ২২ লক্ষ টাকা।
তিন, এগুলো ছাড়াও একাধিক বিনিয়োগ তো রয়েছেই। সেই সাথেই রয়েছে ৩০ লক্ষ দামের বিলাসবহুল একটি ফ্ল্যাটও রয়েছে অভিষেকের। ২০১৯ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী অভিষেক ব্যানার্জীর মোট সম্পত্তির মূল্য দাড়ায়
১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ২৭২ টাকা। তবে বর্তমানে ২০২৩ সালে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির এই সম্পূর্ণ সম্পত্তি তালিকাটি পরিবর্তিত হতে পারে।
Leave a Reply