হিজড়েদের দাদাগিরির দিন শেষ! যাত্রীদের বিরক্ত করলেই দেওয়া হবে কঠোরতম শাস্তি, নতুন নিয়ম আনলো রেল
হিজড়েদের
দাদাগিরির দিন শেষ!
আর কখনও
ভিক্ষাবৃত্তি করতে পারবেন না ট্রেনে!
যাত্রীদের বিরক্ত করলেই
দেওয়া হবে কঠোরতম শাস্তি!
এবার হিজড়েদের
জোরজুলুমের থেকে
রক্ষা পাবে যাত্রীরা!
নতুন নিয়ম
আনলো রেল
সাফ জানিয়ে দিল
কোন কোন কাজ
করতে পারবে না হিজড়েরা
আজকাল রাস্তা ঘাট কিংবা পরিবহণ, কোথাও দু দণ্ড শান্তি নেই। ইদানিং যাত্রাকালে বড্ড সমস্যা তৈরি করছে হিজড়েদের দল। কোথাও কোনও কাজে যাচ্ছেন, মাথা ভর্তি চিন্তা, সেই সময় এসে উৎপাত শুরু করে হিজড়েদের দল। বাসে, ট্রেনে, রাস্তায় যখন যেখানে সম্ভব টাকা তোলার সুযোগ তৈরি করে। জোরে জোরে হাততালি দিয়ে শুরু করে টাকা চাওয়া। আর আপনি যদি একবার বলেন, টাকা নেই, তাহলে তো রক্ষে নেই। সেদিন কপালে দুঃখ। শুরু জোড় জুলুম। এমনি যাত্রীদের নানাভাবে হেনস্থাও করে। কখনও আবার নিজেরদের বিবস্ত্র করে দৃশ্য দূষণ ঘটায়, তো কখন আবার মুখের ভাষা খারাপ করে শব্দ দূষণ ঘটায়। এদের অন্যায়ের প্রতিবাদ করলেই, শুনতে হয় নানান রকম অভিশাপ।
এবার হিজড়েদের বাড় বাড়ন্তে লাগাম টানতে নড়েচড়ে বসেছে রেল কতৃপক্ষ। সম্প্রতি আলিপুরদুয়ার ডিআরএম অফিসে এই বিষয়ে একটি বৈঠক সম্পন্ন হয়। সেখানে জানানো হয় এবার থেকে আলিপুরদুয়ার ডিভিশনের কোন ট্রেনেই বিনা টিকিটে উঠতে পারবে না হিজড়েরা । যদি কোনও হিজড়ে নিয়ম অমান্য করে বিনা টিকিটে ট্রেনে ওঠে সেক্ষেত্রে সাধারণ যাত্রীদের মতই জরিমানা করা হবে। শুধু তাই নয়, ট্রেনে উঠে কোনও প্রকার ভিক্ষাবৃত্তি করাও সম্পূর্ণ বন্ধ। অভিযোগ তৃতীয় লিঙ্গের মানুষরা ট্রেনে উঠে, যাত্রীদের ব্যাগ, টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। এই নিয়ে একাধিক জমা পড়েছে রেল কতৃপক্ষের কাছে।
হিজড়েদের জোরজুলুম নতুন কিছু নয়, অনেক দিন আগে থেকেই বেড়েছে এদের অত্যাচার । সেই চিত্র সামাজিক মাধ্যমেই স্পষ্ট। ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। যেখানে দেখা গেছে হিজড়েদের হাতে চরম হেনস্থার শিকার বেশ কিছু যাত্রী। কেউ কেউ কান্না জড়িত গলায় লাইভেও এসেছেন। অভিযোগ তুলেছেন কীভাবে হিজড়েদের বাড় বাড়ন্ত বেড়ে চলেছে। তবে রেল কতৃপক্ষের নতুন সিদ্ধান্তে পরিস্থিতি বদলাবে বলে আশা করছে যাত্রী মহল। রেলের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।
Leave a Reply