লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩০০০ টাকা! শোরগোল রাজ্যজুড়ে! বিভ্রান্তির অভিযোগে হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি
আরও বেড়ে যাবে
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা!
৫০০, ১০০০ এর বদলে
মাসে মাসে মিলবে ৩০০০ টাকা!
রাজ্যজুড়ে শোরগোল!
বিভ্রান্তিতে হাজার হাজার মহিলা!
শেষমেষ কালো সত্য
সামনে আনলেন মুখ্যমন্ত্রী!
রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। মহিলাদের স্বাবলম্বী করে তুলতেই এই প্রকল্পটি চালু করেছেন রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা, সাধারণ মহিলাদের মাসে মাসে দেওয়া হয় ৫০০ টাকা। অন্যদিকে তফশিলি জাতির মহিলাদের দেওয়া হয় ১০০০ টাকা। সম্প্রতি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করেই আমজনতার মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। হঠাৎ করেই রাজ্যের আনাচে কানাচে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে নাকি ৩০০০ টাকা হবে। ঠিক কি ঘটেছে! আসলে লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে মাঝে মাঝে সরব হয়ে ওঠে রাজ্যের বিরোধী শিবির। রাজ্যের মহিলারা কোনও কাজ না করা স্বতেও, মহিলাদের মধ্যে আমজনতার টাকা বিলিয়ে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ প্রায়শই তোলেন পদ্ম নেতারা। সম্প্রতি বিজেপি সৈনিক সুকান্ত মজুমদার, পুরুলিয়ার এক পদযাত্রা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করে বলেন-
‘বিজেপি সরকারে এলেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে।’
এরপর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। মহিলাদের মধ্যে কৌতূহল শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, সংশয় প্রকাশ করেন, তবে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে! সত্যি সত্যি কি ৩০০০ টাকা দেওয়া হবে! এই নিয়েই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৩০০০ টাকা দেওয়ার বিষয়টিকে ভ্রান্ত ও অপপ্রচার বলেই দাবি করেন তিনি। বাংলার মহিলাদের বিভ্রান্ত করতেই বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ তোলেন। রাজ্যের মহিলাদের এই বিষয়ে নিশ্চিন্ত থাকার কথাও জানান। কোচবিহারে প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান-
‘বিজেপি বলে বেড়াচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ করে দেব। বিজেপি মিথ্যা কথা বলছে। তোমরা তো বলেছিলে উজ্জ্বলা দেবে? আগে উজ্জ্বলা ফিরিয়ে দাও। শুধু মিথ্যা কথা বলা তোমাদের কাজ।’
Leave a Reply