প্রকাশ্যে এল দেশের সবচেয়ে বেশি বেতন দেওয়া রাজ্যের নাম! তালিকায় বিরাট চমক, পশ্চিমবঙ্গের অবস্থান কত? শুনলে চমকে উঠবেন

প্রকাশ্যে এল দেশের সবচেয়ে বেশি মাইনে দেওয়া রাজ্যের নাম! তালিকায় বিরাট চমক,পশ্চিমবঙ্গের অবস্থান কত? শুনলে চমকে উঠবেন

প্রকাশ্যে এল
দেশের সবচেয়ে বেশি মাইনে দেওয়া
রাজ্যের নাম

তালিকায় বিরাট
বড় চমক

১টি মাত্র রাজ্যে
বেতনের পরিমাণ
সবচেয়ে বেশি!

রাতারাতি ধনী হয়ে ওঠে
এখানকার চাকুরিজীবীরা!

কেউ ঘুণাক্ষরেও ভাবেনি
এই রাজ্যের নাম

তালিকায় পশ্চিমবঙ্গের অবস্থান কত?
শুনলে চমকে উঠবেন

সংসার চালাতে হলে প্রথমেই দরকার টাকা। কিন্তু টাকা তো আর গাছের পাতা নয়। টাকা আসে কাজ করে উপার্জনের মাধ্যমে। তাই কাজের সন্ধানে ভারতের প্রতিটি মানুষই বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায়। ভালো চাকরি ও মাইনের জন্য অনেকেই পাড়ি দেন রাজ্যের বাইরে। আচ্ছা রাজ্যের বাইরে তো পাড়ি দিচ্ছেন, কিন্তু জানা আছে ভারতের কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি মাইনে পান! স্ট্যাটিস্টা নামক একটি সংস্থা এই প্রশ্নের ভিত্তিতেই একটি সমীক্ষা চালান। সমীক্ষা রিপোর্টে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বেতনের জানলে চমকে উঠবেন। এক নজরে দেখুন তালিকাটি-

১০) ওড়িশাঃ বেতনের দিক থেকে ১০ স্থানে রয়েছে ওড়িশা। ওড়িশার বাসিন্দাদের মাসিক গড় বেতন ১৮ হাজার ৭৯০ টাকা।

৯) গুজরাতঃ এই রাজ্যের বাসিন্দাদের মাসিক গড় বেতন ১৮ হাজার ৮৮০ টাকা। তালিকার নয় নম্বরে রয়েছে এই রাজ্য।

৮) কর্ণাটকঃ এখানকার বাসিন্দাদের মাসিক গড় বেতন ১৯ হাজার ১৫০ টাকা। তালিকায় ৮ নম্বরে স্থান পেয়েছে কর্ণাটক।

৭) তামিলনাড়ুঃ এই রাজ্যের বাসিন্দাদের মাসিক গড় বেতন ১৯ হাজার ৬০০ টাকা।

৬) মধ্য প্রদেশঃ তালিকার ৬ নম্বরে রয়েছে, মধ্য প্রদেশ। এই রাজ্যের বাসিন্দাদের মাসিক গড় বেতন ১৯ হাজার ৭৪০ টাকা।

৫) রাজস্থানঃ এখানকার মাসিক গড় বেতন ১৯ হাজার ৭৪০ টাকা। তালিকায় ৫ নম্বরে রয়েছে রাজস্থান।

৪) বিহারঃ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিহার। নানা আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এলেও, বেতনের দিক দিয়ে এগিয়ে আছে বিহার। বিহারের মাসিক গড় বেতন ১৯ হাজার ৯৬০ টাকা।

৩) মহারাষ্ট্রঃ তালিকার ৩ নম্বরে রয়েছে এই রাজ্যটি। এখানকার কর্মজীবীদের মাসিক গড় বেতন ২০ হাজার ১১ টাকা।

২) পশ্চিমবঙ্গঃ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চাকরির আকাল হলেও, বেতনে দিক দিয়ে যথেষ্ট এগিয়ে। বেতন দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলার অবস্থান ২য়। এখানকার চাকুরীজীবীদের মাসিক গড় বেতন ২০ হাজার ২১০ টাকা।

১) উত্তরপ্রদেশঃ সবাইকে ছাপিয়ে, সবার শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশের বাসিন্দারা সবচেয়ে বেশি বেতন পান। যোগী রাজ্যে চাকুরিজীবীদের গড় বেতন ২০ হাজার ৭৩০ টাকা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *