বাংলাদেশের ভাগ্যে বড়সড় লক্ষ্মীলাভ! মাত্র এক বছরেই পদ্মা সেতুর আয় কোটি কোটি টাকা, লাভের অঙ্ক শুনলে মাথা ঘোরাবে আপনার!
বাংলাদেশের ভাগ্যে
বড়সড় লক্ষ্মীলাভ!
মাত্র এক বছরেই
পদ্মা সেতুর আয়
কোটি কোটি টাকা!
ব্যাপক সাফল্যে
ফুলে ফেঁপে উঠল
হাসিনার কোষাগার
টোলের অঙ্কে ছাপিয়ে গেছে
বঙ্গবন্ধু সেতুকেও!
জানেন ১ বছরে
কত টাকা লাভ করেছে
পদ্মা সেতু?
বড়সড় সাফল্য পেল বাংলাদেশ সরকার। খুশিতে ডগমগ মুজিবের সোনার বাংলা। পদ্মা সেতুর হাত ধরেই ওপার বাংলার বিরাট বড় লক্ষ্মী লাভ। সবে মাত্র পদ্মা সেতুর ১ বছর সম্পন্ন হল। তারই মধ্যে টোল আদায়ের অঙ্কে চওড়া হাসি ফুটেছে হাসিনা সরকারের মুখে। মাত্র ১ বছরের মাথায় পদ্মা সেতুর আয় প্রায় আটশ কোটি টাকা। অর্থাৎ, দৈনিক গড় আয় প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা। এক বছরের মাথায় এই মোটা অঙ্কের টোল ভরিয়ে দিয়েছে বাংলাদেশের কোষাগার। যা নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ সরকার। সম্প্রতি পদ্মা সেতুর এক বছর পূর্তিতে এই তথ্য সামনে এনেছেন দেশটির সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২০২২ সালের ২৫ জুন চালু হয় পদ্মা সেতু। ২৬ জুন থেকে শুরু হয় পদ্মা সেতুর যান চলাচল। শুরু থেকেই মোটা অঙ্কের লক্ষ্মী লাভ করে তাক লাগিয়েছে হাসিনার স্বপ্নের সেতু। প্রথম দিনই ‘স্বপ্নের সেতু’তে টোল আদায়ের অঙ্ক ছাড়িয়ে যায় ২ কোটি ৭৪ লক্ষ ৬৬ হাজার ৮৫০ টাকা। সেতুটিকে ঘিরে শুরু থেকেই উত্তেজনা ছিল আমজনতার মনে। সেতুটির নির্মাণ কাঠামো থেকে শুরু করে, বৈশিষ্ট্য সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। চালু হতেই বাঁধ ভাঙা উন্মাদনা শুরু হয়ে যায় আমজনতার মধ্যে। আন্তর্জাতিক আঙ্গিনাতেও এই সেতুকে ঘিরে ছড়িয়ে পড়ে বিপুল কৌতূহল। সেতুর উপর দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করলেও, আগামীতে সেতুটির নীচ দিয়ে দৌড়বে ট্রেন। এই সেতুর হাত ধরেই পাল্টেছে বাংলাদেশের পরিবহণ ব্যবস্থার চিত্রপট। আগের চেয়েও অনেক বেশি উন্নত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। সেতুটি ব্যবহার করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় দেশটির বিভিন্ন প্রান্তে। সেতুটি নিঃসন্দেহে বাংলাদেশের সরকারের দেওয়া সেরা উপহার বলেই মনে করছে দেশটির বাসিন্দারা।
Leave a Reply