মাত্র ৯ বছরে মাথায় ১৩টি দেশের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদী! ১৩ টির মধ্যে কটি মুসলিম দেশ থেকে দেওয়া হয়েছে জানেন?

মাত্র ৯ বছরে মাথায় ১৩টি দেশের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদী! ১৩ টির মধ্যে কটি মুসলিম দেশ থেকে দেওয়া হয়েছে জানেন?

আসল রাষ্ট্র নায়ক
একেই বলে

মাত্র ৯ বছরে মাথায়
১৩টি দেশের সর্বোচ্চ সম্মান
পেলেন নরেন্দ্র মোদী

মুসলিম দেশ থেকেও
পেলেন একাধিক খেতাব

মনমোহন সিং থেকে অটল বিহারী
কেউ করে দেখাতে পারেনি এমন কাণ্ড!
যা করে দেখালেন নরেন্দ্র মোদী

পুরষ্কারগুলো কি কি?
যা বাড়িয়েছে নরেন্দ্র মোদীর সম্মান
পোঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে

প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই একের পর এক ক্যালমা দেখিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতেও দিচ্ছেন বাজিমাত। সম্প্রতি জি-7 সামিট থেকে শুরু করে, আমেরিকার সফরেও বেশ নজরকাড়া ব্যক্তিত্ব বজায় রেখেছেন নরেন্দ্র মোদী। দীর্ঘ ন বছরের শাসনকালে নিজের ঝুলিতে ভরেছেন বহু বড় বড় স্বীকৃতি। ভারতের স্বনামধন্য প্রধানমন্ত্রীদের তালিকায় খোদাই করেছেন নিজের নাম। মাত্র ৯ বছরের মধ্যেই ১৩টি দেশ থেকে পেয়েছেন বিশেষ সম্মান। এক নজরে দেখে নিন সেই তালিকা-

১) সদ্য প্রধানমন্ত্রীর ঝুলিতে যুক্ত হয়েছে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মান। মিশরের তরফে এই পুরস্কারের মাধ্যমে দেশটির সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে মোদীকে।

২) পাপুয়া নিউ গিনির তরফেও মোদীকে দেওয়া হয়েছে সর্বোচ্চ বেসামরিক সম্মান – ‘কোম্পানিয়ন অফ দ্যা অর্ডার অফ লোগোঘু’।

৩) ফিজির সর্বোচ্চ সম্মানেও ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। পেয়েছেন ‘কোম্পানিয়ন অফ দ্যা অর্ডার অফ ফিজি’।

৪) পেয়েছেন ভুটান সরকারের তরফে সর্বোচ্চ বেসামরিক সম্মান- ‘অর্ডার অফ দ্যা ডুক গ্যালপো’

৫) প্রাক্তন মার্কিন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প মোদীকে দিয়েছেন – ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মান।

৬) বাহরিন সরকারের তরফে পেয়েছেন, বিশেষ সম্মান ‘কিং হামাদ অর্ডার অফ দ্যা রেনাইসেন্স’।

৭) বাদ নেই মালদ্বীপও। সেখান থেকেও পেয়েছেন বিশেষ পুরস্কার- ‘অর্ডার অফ দ্যা ডিস্টিংউইসড রুল অফ নিশান ইজউদ্দিন’

৮) মোদীর কপালে জুটেছে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান- ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাওয়ার্ড’। এই সম্মান সকলকে দেওয়া হয় না। কেবলমাত্র বিশিষ্ট ব্যক্তি বর্গদেরই দেওয়া হয়।

৯) মোদীর নবমতম সম্মাননা ফিলিস্তিনের ‘গ্র্যান্ড কলার অফ দ্যা স্টেট অফ প্যালেস্টাইনে অ্যাওয়ার্ড’।

এগুলো ছাড়াও মুসলিম রাষ্ট্র থেকেও মোদীকে দেওয়া হয়েছে বিশেষ বিশেষ সম্মান-

১) আরব আমিরাশাহী থেকে মোদীকে দেওয়া হয়েছে ‘অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড’।

২) আফগানিস্তান থেকে পেয়েছেন সর্বোচ্চ সম্মান ‘স্টেট অর্ডার অফ ঘাজি আমির আমানুল্লাহ খান’।

১২) অমুসলিমদের জন্য সৌদি আরবের তরফে দেওয়া হয়েছে সর্বোচ্চ সম্মান, ‘অর্ডার অফ আব্দুলাজিজ আল সাউদ’।

১৩) পালাউ প্রজাতন্ত্র থেকে দেওয়া হয়েছে ‘ইবাকল পুরস্কার’।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *