মাত্র ১ দিনেই সারতে পারবেন আইনসম্মত বিয়ে! ‘তৎকাল রেজিস্ট্রি’ চালুর পথে রাজ্য

মাত্র ১ দিনেই সারতে পারবেন আইনসম্মত বিয়ে! ‘তৎকাল রেজিস্ট্রি’ চালুর পথে রাজ্য

মাত্র ১ দিনেই সারতে পারবেন
আইনসম্মত বিয়ে!
হিন্দু ম্যারেজ এক্টে বড়সড় বদল!

বেচে যাবে টাকা ও সময়
কমে যাবে যাবতীয় ঝক্কি

দিল্লীর পর বাংলায় চালু হচ্ছে
‘তৎকাল বিয়ে’

কেমন হবে এই বিয়ে?
কীভাবে করবেন আবেদন?
কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম?

হিন্দু ম্যারেজ এক্টে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবে বাংলার যুগলেরা। কারণ এই নতুন পরিবর্তনের হাত ধরে আরও বেশি সহজ হবে হিন্দু ম্যারেজ এক্ট। নতুন হিন্দু ম্যারেজ এক্টটি লাগু হলেই একদিনের মধ্যে সম্পন্ন করা যাবে আইনত বিয়ে। অর্থাৎ এতদিন আইনতভাবে বিয়ে সারতে মাস খানেক সময় লেগে যেত। বিশেষ করে মাস খানেক আগে নোটিস দিলেই তবেই হাতে আসত রেজিস্ট্রি পেপার। আবার সামাজিকভাবে বিয়ের পর কেউ রেজিস্ট্রি করতে চাইলে সময় লাগত দীর্ঘ ৭দিন। এবার সেই দিন শেষ হওয়ার পালা। এখন থেকে মাস খানেকের অপেক্ষা শেষ। মন চাইলেই সঙ্গিনির হাতে ধরেই এক দিনের মধ্যে সম্পন্ন করতে পারবেন বিয়ে। দিল্লীর পর এবার বাংলাতেও খুব শীঘ্রই চালু হবে ‘তৎকাল রেজিস্ট্রি’ পরিষেবা।

অন্যান্য রাজ্যে চালু হলেও, আমাদের রাজ্যে এখনও চালু হয়নি এই নিয়ম। নবান্ন সূত্রে খবর বিষয়টি নিয়ে আলোচনা এগিয়েছে। মন্ত্রীসভার অনুমোদন পেলেই চূড়ান্ত হবে। আশা করা হচ্ছে পঞ্চায়েত ভোটের পর এই বিষয়ে ফের আলোকপাত করা হবে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই বাস্তবায়িত হবে এই নতুন নিয়ম।

নতুন এই পরিষেবার ফলে কী কী উপকার পাওয়া যাবে?

এক, যুগলদের ঝামেলা অনেকটাই কমে যাবে। অল্প সময়ের মধ্যে বিবাহের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। ব্যক্তিগত তথ্য জমা দিলেই বিয়ের একদিনের মধ্যেই ম্যারেজ রেজিস্ট্রি সম্পন্ন করে ফেলতে পারবেন দম্পতি। শুধুমাত্র হিন্দু ম্যারেজ এক্টের অধীনে যারা বিয়ে করবেন তাদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকরী হবে।

দুই, যে সমস্ত যুগলরা দেশের বাইরে বা অন্য রাজ্যে থাকেন তাদের ক্ষেত্রেও অনেক সুবিধাজনক হবে ‘তৎকাল রেজিস্ট্রি’। তারা দূর দেশে বসেই, অল্প সময়ের মধ্যে অনলাইনে ম্যারেজ রেজিস্ট্রি সম্পন করতে পারবেন।

তিন, ‘তৎকাল রেজিস্ট্রি’ অনলাইনে করার ফলে আপনার বাড়তি টাকা খরচ কমে যাবে। যেমন, বাড়িতে রেজিস্ট্রার ডেকে বিয়ে সম্পন্ন করতে বাড়তি টাকা খরচ হয়। এবার সেই টাকাও আপনার বেচে যাবে।

চার, এবার থেকে যে কোনও জেলার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে আইনত বিয়ে সম্পন্ন করা যাবে। যা এর আগে সম্ভব ছিল না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *