বাঁকুড়ার ভয়াবহ রেল দুর্ঘটনা তৃণমূলের কারসাজি! অভিযোগ শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল
বাঁকুড়ার ভয়াবহ রেল দুর্ঘটনা
তৃণমূলের কারসাজি!
অভিযোগ শুভেন্দুর!
পাল্টা কটাক্ষ কুণালের!
পাত্তাই দিলেন না
কোনও অভিযোগ!
প্রকাশ্যে
শুভেন্দু-কুণালের তরজা
করমণ্ডলের পর থেকেই লেগে আছে ট্রেন যাত্রার দুর্দশা! সামনে আসছে একের পর এক ট্রেন দুর্ঘটনার ছবি। এবার বাঁকুড়ায় ঘটে গেল বড়সড় ট্রেন দুর্ঘটনা। দুটো মালগাড়ি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। ওন্দা স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা দেয় বাঁকুড়া-বিষ্ণুপুরমুগামী আরেকটি মালগাড়ি। গতিবেগ বেশি থাকায় একটির ইঞ্জিন অপরটির ওপর উঠে যায়। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত রাজ্যের শাসক ও বিরোধী মহল। শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি। সম্প্রতি এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী। এই দুর্ঘটনার নেপথ্যে তৃণমূলের যুক্ত থাকার অভিযোগ সামনে আনছেন তিনি। সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যে বিরোধী নেতা। ওড়িশা দুর্ঘটনার পর পর বাংলার বুকে এমন ভয়াবহ দুর্ঘটনা সন্দেহ উস্কে দিচ্ছে বিজেপি নেতার মনে।
শুভেন্দু অধিকারী দাবি করেন-
‘রেল কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখবে ভারতের কোথাও রেল দুর্ঘটনা হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর লোকেরা যুক্ত কিনা তদন্ত করে দেখা উচিত।’
এদিকে বিরোধী দলনেতার দাবিকে পাত্তাই দিল না তৃণমূল। শুভেন্দু অধিকারী দাবি সম্পূর্ণ ভ্রান্ত বলে কটাক্ষ করেছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্যে উঠে আসে –
‘বাহানাগার রেল দুর্ঘটনায় নিজেদের গলদ না থাকলে কেন বদলি করা হল। তারপরেও একের পর এক দুর্ঘটনা ঘটছে। রেলদপ্তর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ। আমরা কোন পাড়ায় গণ্ডগোল হল সেদিকে নজর দিই। এদিকে দিই না।’
ইতিমধ্যেই এই দুর্ঘটনার পিছনে থাকা সম্ভাব্য কারণগুলো সামনে এনেছেন রেল আধিকারিকেরা। অনুমান করা হচ্ছে ট্রেনের চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
Leave a Reply