ভোট চুরি করতে দেদার ছাপানো হচ্ছে ডবল ব্যালট পেপার! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

ভোট চুরি করতে দেদার ছাপানো হচ্ছে ডবল ব্যালট পেপার! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

ভোট চুরি করতে
দেদার ছাপানো হচ্ছে
ডবল ব্যালট পেপার!

নির্বাচন কমিশনের বিরুদ্ধে
বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর!

নিজের ভোট নিজে দিন
তৃণমূলকে বিসর্জন দিন
স্লোগান বিরোধী দলনেতার

ঠিক কি ঘটেছে?
মুখ খুললেন শুভেন্দু

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হাওয়া গরম পশ্চিমবঙ্গের। নির্বাচনী ময়দানে কে কাকে টেক্কা দেবে সেই নিয়েই চলছে তুমুল লড়াই। শাসক দল থেকে বিরোধী দল, প্রত্যেকেই মাঠে নেমছেন নিজেদের ইস্তেহার নিয়ে। একে অপরকে রুখতে মরিয়া। এই আবহেই মাঝে মাঝে বিস্ফোরক মন্তব্য দিয়ে নজরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারেও করে বসলেন বড়সড় মন্তব্য। সম্প্রতি নন্দীগ্রামে আয়োজিত পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনারকে দুষলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন, পঞ্চায়েত ভোটে নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে। পঞ্চায়েত ভোটে কারচুপি করতে, নির্বাচন কমিশনার ডবল ডবল ব্যালট পেপার ও ব্যালট বক্স ছাপানোর অভিযোগও সামনে আনেন তিনি। পঞ্চায়েত ভোটের দিন তৃণমূলকে বাংলাদেশ, পাকিস্তান পাঠানোর হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। এদিন নন্দীগ্রামে নিজের গড়ে দাঁড়িয়ে বলেন-

( অবশ্যই লেখায় দেখাবে )

‘ভোটের দিন নন্দনায়েকবাড়ে ভোট দেব। নন্দীগ্রামে থাকব, সকাল ৬টা থেকে যতক্ষণ না বাক্স সিল হয়ে স্ট্রং রুমে ঢুকছে। ট্রংরুমটা আগে চেক করতে পারে। এরা আগে থেকে বাক্স সাজিয়ে রাখতে পারে। এরা পারে না এমন কোনও কাজ নেই। ডবল ব্যালট পেপার ছাপচ্ছে। ডবল বক্স ছাপাচ্ছে। আমরা এখানে এসব করতে দেব না। নিজেরা সিসিটিভি লাগাব। রাত জাগব। ১১ তারিখে একসঙ্গে তৃণমূলকে ছক্কা মেরে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দিয়ে তার পরে বাড়ি যাব’।

এদিন বিরোধী দলনেতার মুখে, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে কড়া বক্তব্য উঠে আসে। শুভেন্দু অধিকারী বলেন-

( অবশ্যই লেখায় দেখাবে )

‘গণনাকেন্দ্রে প্রার্থী ও তার এজেন্ট ঢুকবে। বাইরে ৫০০০ লোক থাকবে। তারা জল – মুড়ি খাবে। তাদের সঙ্গে আপনাদের শুভেন্দু অধিকারীও থাকবে। নিজের ভোট নিজে দিন, তৃণমূলকে বিসর্জন দিন’।

এই প্রথম নয়, পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার বহু আগে থেকেই মাঠে নেমছেন শুভেন্দু। তৃণমূলকে উৎখাত করতে আপ্রাণ লড়ছেন তিনি। সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচনে শাসকে দল যাতে বাঁধা না হতে পারে, সেই জন্য বড়সড় ‘অ্যান্টিবায়োটিক’ প্রস্তুত করার কথাও শুনিয়েছেন তিনি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *