এই ৫টি কারণেই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

এই ৫টি কারণেই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

এই ৫টি কারণেই
পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বাড়ছে
স্তন ক্যান্সারের ঝুঁকি!

বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে
৩ জন মহিলাই আক্রান্ত স্তন ক্যান্সারে!

রাজ্যজুড়ে দিন দিন
মারাত্মকভাবে বাড়ছে
স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলার সংখ্যা!

কাদের ভবিষ্যতে স্তন ক্যান্সারে
আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?
কারা রয়েছেন ভয়ংকর ঝুঁকিতে?

বিশ্বজুড়ে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের প্রতি ১০ জন নারীর মধ্যে ১ জন হলেও স্তন ক্যান্সারে আক্রান্ত। এই মুহূর্তে ভারতে যে সমস্ত ক্যান্সারের ঝুঁকি বাড়ছে তার মধ্যে অন্যতম স্তন ক্যান্সার। পশ্চিমবঙ্গেও মারাত্মক আকার ধারণ করেছে স্তন ক্যান্সার। পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রকোপ
ক্রমশ বাড়ছে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নানা সমীক্ষায় এই চিত্রই ফুটে উঠেছে। স্তন ক্যান্সার সম্পর্কে আগে থেকে সতর্ক না হলেই প্রাণ সংকটের সম্ভাবনা রয়েছে। এমনকি শেষ পর্যন্ত রোগী বাঁচানোটাও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। একটি রিপোর্টে দেখা গেছে বিশ্বের প্রায় ১০ লাখেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। আর এদের মধ্যেই একটা বিরাট অংশ বেঁচে ফিরতে পারে না। তাই সময় থাকতে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজকের প্রতিবেদনে আমরা আপনাকে জানাব কেন পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি! কেন রাজ্যের মহিলারা স্তন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। এর নেপথ্যে রয়েছে ৫টি প্রধান কারণ। প্রাণ বাঁচাতে জেনে নিন এই ৫টি কারণ কি কি-

এক, গর্ভধারণের পিল- সমীক্ষায় দেখা গেছে আজকাল বেশির ভাগ মহিলারাই জন্ম নিয়ন্ত্রণের পিল খেয়ে থাকেন। ক্যান্সার বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি খুবই বিপদ জনক। জন্ম নিয়ন্ত্রণের পিলে বিপদজনক স্টোরয়েড থাকে। এর ফলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে যারা ৩৫ বছর বয়সের পর পিল নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি।

দুই, ইস্ট্রোজেন হরমোনের ব্যবহারঃ অনেকেই মাসিক শুরু হওয়ার পর কিংবা মাসিক বন্ধ হওয়ার পর হরমোন থেরাপি নিয়ে থাকেন। এর ফলে স্তন ক্যান্সার বাড়ার সম্ভাবনা বাড়ছে বলে জানাচ্ছেন ডাক্তারেরা।

তিন, দেরীতে সন্তান নেওয়াঃ ডাক্তারেরা জানাচ্ছেন, যে সব মহিলারা ৫০ বছর বয়সের পর প্রথম সন্তান ধারণ করেন, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

চার, কেমিক্যালযুক্ত খাবার খাওয়ার অভ্যাসঃ গবেষণায় দেখা গেছে, যে সব মহিলারা দীর্ঘদিন ধরেই কেমিক্যালযুক্ত খাবার যেমন, ফাস্ট ফুড, শাকসবজি গ্রহণ করছেন, তারা খুব সহজেই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ছেন।

পাঁচ, ধূমপানঃ যারা অনেক দিন ধরেই ধূমপান করছেন সেই সব মহিলাদের শরীরে স্তন ক্যান্সারের জীবাণু সহজেই বাসা বাঁধে। ফলে ভবিষ্যতে তাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা বাড়ে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *