জানেন পঞ্চায়েত ভোটের ডিউটিতে কত টাকা বেতন দেওয়া হয়? কোন স্তরের ভোট কর্মীরা কত টাকা পান? তালিকা দেখলে চমকে উঠবেন
জানেন পঞ্চায়েত ভোটের ডিউটিতে
কত টাকা বেতন দেওয়া হয়?
কত ধরনের অফিসার
ভোটের কাজে নিযুক্ত থাকেন?
কোন স্তরের ভোট কর্মীরা
কত টাকা পান?
তালিকা দেখলে চমকে উঠবেন
অবশেষে রাজ্যজুড়ে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। তবে যতই ভোট ভোট করি না কেন, এই সম্পূর্ণ কাজটি অসম্ভব ভোট কর্মীদের ছাড়া। এদের সাহায্যেই সম্পূর্ণ ভোট পর্বটি সম্পন্ন হয়ে ওঠে। যে কোনও নির্বাচনেই ভোট কর্মীদের ভূমিকা অপরিসীম। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে জোনাল অফিসার, ভোট পরিচালনার গুরুদায়িত্ব থাকে এই মানুষগুলোর উপর। অনেকেই জানতে চান এদের সাম্মানিকের ব্যাপারে। চলুন আজকে জেনে নেব ভোটের কোন কর্মীদের কত টাকা সাম্মানিক দেওয়া হয়?
জোনাল অফিসারঃ ভোট পরিচালনার ক্ষেত্রে জোনাল অফিসারদের এককালীন দেওয়া হয় ১ হাজার ৫০০ টাকা।
সহকারী জোনাল অফিসারঃ এদের দেওয়া হয় এককালীন ১ হাজার ২০০ টাকা।
মাস্টার ট্রেনারঃ দিন প্রতি দেওয়া হয় ৩৫০ টাকা।
প্রিসাইডিং অফিসারঃ দু’দিনের ট্রেনিংয়ের জন্য দেওয়া হয় ৩৫০ টাকা। তৃতীয় দিন দেওয়া হয় ৩৫০ টাকা। ভোটের দিন দেওয়া হয় ৩৫০ টাকা। খাবার খরচ বাবদ দেওয়া হয় ৩৪০ টাকা। অতিরিক্ত একদিনের জন্য দেওয়া হয় ৩০০ টাকা। ট্রেনিংয়ের সময় খাবার খরচ বাবদ দেওয়া হয় ২০০ টাকা।
প্রথম পোলিং অফিসাঃ এদের দেওয়া হয় ১ হাজার ৫৪০ টাকা করে। প্রথম দিনের ট্রেনিং বাবদ ২৫০ টাকা, দ্বিতীয় দিন দেওয়া হবে ২৫০ টাকা, তৃতীয় দিন ২৫০ টাকা, ভোটের দিন ২৫০ টাকা, খাবার খরচ বাবদ ৩৪০ টাকা, দু’দিনের ট্রেনিং বাবদ ২০০ টাকা।
দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পোলিং অফিসারঃ এদের দেওয়া হয় ১ হাজার ৫৪০ টাকা করে।
রিসার্ভড প্রিসাইডিং অফিসারঃ এদের দেওয়া হয় ১ হাজার ৫০ টাকা। প্রথম রিসার্ভড পোলিং অফিসার পাবে ৮৫০ টাকা। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রিসার্ভড পোলিং অফিসার পাবে ৮৫০ টাকা।
সেক্টর অফিসারঃ সাম্মানিক হিসেবে ৬৭০ টাকা।
কাউন্টিং সুপারভাইজারঃ ১ হাজার ২২০ টাকা।
কাউন্টিং অ্যাসিস্ট্যান্টঃ ৯২০ টাকা।
গণনা কর্মীরাঃ ৭৭০ টাকা।
আশা কর্মীঃ ৬৭০ টাকা।
Leave a Reply