ছেঁড়া জিন্স, মিনি স্কার্ট যে কোনও ছোট পোশাকেই প্রবেশ নিষিদ্ধ! ভারতের কোন মন্দিরে লাগু হল এই নিয়ম?
ছেঁড়া জিন্স, মিনি স্কার্ট
যে কোনও ছোট পোশাকেই
প্রবেশ নিষিদ্ধ!
কঠোর পোশাকবিধি জারি করল
ভারতের এই মন্দির
ছোট পোশাক পড়লেই
করা যাবে না দেব দর্শন
দেওয়া যাবে না ঠাকুর পুজো
ভারতের কোন মন্দিরে
লাগু হল এই নিয়ম?
ভারতের বহু মন্দিরেই পোশাক বিধি নিয়ে রয়েছে যথেষ্ট কড়াকড়ি। এই সব মন্দিরে যে কোনও পোশাক পড়ে যাওয়া যায় না। শালীনতা বজায় রেখে, মন্দিরের বেঁধে দেওয়া পোশাক বিধি মেনেই যেতে হয় এই সব দেবভূমিতে। অমৃতসরের স্বর্ণমন্দিরেও ভক্তদের জন্য পোশাকবিধি রয়েছে। এবার তেমনি পোশাক বিধি চালু করল ভারতের আরেকটি মন্দির। মথুরার বরসনার রাধারানি মন্দির। যেখানে চালু হল কড়া নিয়ম। মন্দির চত্বরে ভক্তদের যেমন তেমন পোশাক পড়া যাবে না। তেমনি একটি নির্দেশিকা জারি করেছে মন্দির কতৃপক্ষ। মন্দিরের বাইরে নোটিশ দিয়ে লিখে দেওয়া হয়েছে- হাফ প্যান্ট, বারমুডা, মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স এই জাতীয় পোশাক পরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে সম্পূর্ণ নিষিদ্ধ। খুব শীঘ্রই চালু হবে এই নিয়ম।
মথুরার বরসনার স্থানটিকে রাধার জন্ম স্থান হিসেবে মানা হয়। হিন্দুদের কাছে খুবই পবিত্র এই স্থানটি। এখানে অনেক মন্দির রয়েছে। বিশেষ করে রাধারানীকে কেন্দ্র করে এই স্থানে অনেক মন্দির গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই বরসনার রাধারানি মন্দিরটির নির্দেশিকা নিয়ে কড়াকড়ি হওয়ার পরিকল্পনা করে আসছিল মন্দির কতৃপক্ষ। অবশেষে নির্দেশিকা জারি করে সেই পথেই হেঁটেছে মন্দির কতৃপক্ষ। এর আগেও রাধা-দামোদর মন্দির কর্তৃপক্ষও একই পথে হাঁটে। সেখানেও পোশাক বিধি নিয়ে চালু হয় নির্দেশিকা। অনেক ভক্তরা সেখানে ঐতিহ্যবাহী পোশাকের বদলে মডার্ন পোশাক পড়ে যাতায়াত করছে। অবশেষে পুণ্যার্থীদের পোশাকবিধি বেঁধে দেওয়া হয়। নির্দেশিকায় বলা হয় জিন্স, টি-শার্ট, রাতপোশাক কোনও প্রকার ছোট পোশাক পরে মন্দিরের ঢোকা যাবে না।
Leave a Reply