১টি মাত্র ভুলের জন্য আজ হিরো থেকে জিরোতে অভিনেতা গোবিন্দা! কি সেই ভুল, যেটি না বলিউডের রাজা হতেন অভিনেতা

১টি মাত্র ভুলের জন্য আজ হিরো থেকে জিরোতে অভিনেতা গোবিন্দা! কি সেই ভুল, যেটি না বলিউডের রাজা হতেন অভিনেতা

১টি মাত্র ভুলের জন্য
আজ হিরো থেকে জিরোতে
অভিনেতা গোবিন্দা

এই ভুলের জন্যই
বলিউড থেকে মুছে যায়
অভিনেতার নাম

হারিয়ে যায় সমস্ত খেতাব
বন্ধ হয়ে যায় সিনেমার অফার

এই কাজটি না করলে
আজ তিনিই হতেন
বলিউডের গুরুদেব

ভুলটি করে আজও কাঁদছেন
হাঁ হুতাশ করেই চাপড়াচ্ছেন কপাল
কি সেই ভুল?

অভিনয় তো সবাই পারে! কিন্তু একাধারে অভিনয়, নাচ, কমেডি, একশন একসাথে পারা কি সত্যিই সহজ? হ্যাঁ একেবারেই সহজ। আর এই সহজ কাজটি একজনই পারেন, তিনি হলেন বলিউডের ‘রাজাবাবু’ গোবিন্দা। একসময় বলিউডের তুখোড় অভিনেতা ছিলেন গোবিন্দা। গোবিন্দার সিনেমা মানেই সিনেমা হল হাউসফুল। টিকিট শেষ। সিনেমা সুপার ডুপার বাম্পারহিট! অনেক পরিশ্রম করেই বলিউডে জায়গা করেন এই অভিনেতা। কোনও গডফাদার ছাড়াই পান আকাশছোঁয়া সাফল্য। সে সময় অভিনেতাকে এক ঝলক দেখতে উপচে পড়ত ভক্তরা। তবে রাতারাতি হিরো থেকে জিরোতে চলে আসেন অভিনেতা। সবকিছু হাতের কাছে পেয়েও হারিয়ে ফেলেন তিনি। শুধুমাত্র ছোট্ট একটি ভুলের জন্য ধবংস হয়ে যায় গোবিন্দার ক্যারিয়ার। নাম যশ সবই মুছে যায় ধীরে ধীরে।

২০০১ সালেই করে বসেন এই ভুল। সেটি হল ‘গদর’ নামে একটি সিনেমার অফার ফিরিয়ে দেওয়া। এই ভুলের সাজাই কাল হয়ে দাড়ায় গোবিন্দার জন্য। সিনেমার পরিচালক গোবিন্দাকে মাথায় রেখে সিনেমাটি তৈরি করে। তিনি গোবিন্দার কাছে সিনেমার প্রস্তাবও দেন। কিন্তু সিনেমাটি নিয়ে গোবিন্দা কোনও আশাই রাখেননি। তিনি সিনেমার চিত্রনাট্যকে ছোট করে দেখেন। গোবিন্দাকে অনেক অনুরোধ করলেও তিনি সিনেমাটি করেননি। অবশেষে সিনেমাটি চলে যায় সানি দেওলের কাছে। সিনেমাটি মুক্তি পাওয়ার সাথে সাথে সাড়া ফেলে দেয়। বক্স অফিসে তুমুল ঝড় তোলে। শুধু তাই নয়, এই সিনেমার হাত ধরেই পাল্টে যায় ধর্মেন্দ্র পুত্রর কেরিয়ার। একের পর এক অফার পেতে থাকেন সানি দেওল।

সিনেমাটির সাফল্য দেখে কপাল চাপড়াতে থাকেন গোবিন্দা। নিজের ভুল বুঝতে পেরে আফসোস করতে থাকেন। এখনও তিনি নিজের ভুলের জন্য হাঁ হুতাশ করেন। এই সিনেমাটি করলে, গোবিন্দার ইতিহাসটাই অন্যরকম হত।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *