প্রকাশ্যে এল বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতাদের তালিকা, ২০২৩ সালের লিস্টে মারাত্মক রদবদল, কত নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম?

প্রকাশ্যে এল বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতাদের তালিকা, ২০২৩ সালের লিস্টে মারাত্মক রদবদল, কত নম্বরে রয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম?

প্রকাশ্যে এল বিশ্বের সবথেকে
জনপ্রিয় নেতাদের তালিকা

২০২৩ সালের লিস্টে ঘটল
মারাত্মক রদবদল

ভারতের ব্যাপারে বড়সড়
চমকপ্রদ আপডেট

যা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি
তাই হল সত্যি

কেউ বিশ্বাসই করতে পারছে না
এই রিপোর্ট

কত নম্বর স্থানে রয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম?

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু বড় বড় নেতা। এদের মধ্যে কেউ ব্যক্তিত্বের দিক দিয়ে এগিয়ে, কেউ বা ধন সম্পদের দিক দিয়ে এগিয়ে। আবার কেউ কেউ সর্বদিক দিয়েও এগিয়ে। এবার এই সমস্ত নেতাদের মধ্যে সেরা নেতা কে, সেই তালিকা সামনে এনেছে মর্নিং কনসাল্ট নামের একটি সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি বিভিন্ন দেশের বড় বড় নেতাদের উপর সমীক্ষা চালিয়ে তালিকাটি প্রস্তুত করেছে। তালিকায় বেরিয়ে এলো বড়সড় চমকপ্রদ আপডেট। মোট ২২টি দেশের উপর এই সমীক্ষা চালানো হয়। এরই মধ্যে তালিকার শুরুতে থাকা ১০টি দেশ কোনগুলো দেখুন –

দশ, বেলজিয়াম- তালিকার দশমতম স্থানে রয়েছে বেলজিয়ামের রাষ্ট্র প্রধান আলেকজেন্ডার ডিক্রো। জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার খাতিরে তিনি পেয়ছেন ৩৯% ভোট।

নয়, কানাডা- নবমতম স্থানে রয়েছে কানাডা। সমীক্ষার বিচারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পেয়েছেন ৪০% জনপ্রিয়তা।

আট, আমেরিকা- অষ্টমতম স্থানে রয়েছে জো বাইডেন। জনপ্রিয়তার দিক থেকে তিনিও পেয়েছেন ৪০% ভোট।

সাত, স্পেন- সপ্তমতম স্থানে রয়েছে স্পেন। এই দেশের রাষ্ট্রপ্রধানও জনপ্রিয়তার দিক থেকে পেয়েছেন ৪০% ভোট।

ছয়, ব্রাজিল- আমেরিকার থেকেও এগিয়ে আছে ব্রাজিল। গ্রহণযোগ্যতার বিচারে ব্রাজিলের রাষ্ট্র প্রধান পেয়েছেন ৫১% ভোট।

পাঁচ, ইতালি- তালিকায় ভালো স্থান অর্জন করেছেন ইতালি। ইতালির রাষ্ট্র নায়িকার জনপ্রিয়তার শতাংশ দাঁড়িয়েছে ৫২%।

চার- অস্ট্রেলিয়া- তালিকায় চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার খাতিরে এই দেশের রাষ্ট্র প্রধান পেয়েছেন ৫৪% ভোট।

তিন, মেক্সিকো- জনপ্রিয়তার দিক থেকে মেক্সিকোর রাষ্ট্রপ্রধান রয়েছেন তিন নম্বরে। তিনি পেয়ছেন ৫৯% ভোট।

দুই, সুইটজারল্যান্ড- তালিকার দ্বিতীয় স্থানের রয়েছেন সুইটজারল্যান্ড। এদেশের রাষ্ট্রনেতা পেয়েছেন ৬০ শতাংশ ভোট।

এক, ভারত- তালিকার একেবারে শীর্ষে থেকে মাথায় মুকুট পড়েছেন নরেন্দ্র মোদী। সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি। জনপ্রিয়তা, ভরসা, ভালোবাসার দিক থেকে তিনি পেয়েছেন ৭৬% ভোট।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *