ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডার! এবার ফ্যান হয়ে যান কেন্দ্র সরকারের এই প্রকল্পটির, কাঁপাচ্ছে গোটা রাজ্য

ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডার! এবার ফ্যান হয়ে যান কেন্দ্র সরকারের এই প্রকল্পটির, কাঁপাচ্ছে গোটা রাজ্য

ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডার
এবার ফ্যান হয়ে যান
কেন্দ্র সরকারের এই প্রকল্পটির

যার ধারে কাছে নেই
রাজ্যের কোনও প্রকল্প

জন্মের পর থেকেই দেবে
মোটা অঙ্কের টাকা
মিলবে বিস্তর সুযোগ-সুবিধা

কাঁপাচ্ছে গোটা রাজ্য
দিচ্ছে একের পর এক চমক

কি নাম প্রকল্পটির?
কাদের দেওয়া হবে এই পরিষেবা?

কত টাকা পাবেন এই প্রকল্পে?
কীভাবে করবেন আবেদন?

নাগরিকদের কল্যাণের লক্ষ্যে রাজ্য এবং কেন্দ্র উভয়েই বিভিন্ন প্রকল্প চালু করেছেন। যেমন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী দীর্ঘদিন ধরেই এই প্রকল্পগুলোর সুবিধা দিয়ে আসছেন। এই প্রকল্পগুলোর আওতায় এনেছেন রাজ্যবাসীদের। তবে এবার রাজ্য সরকারের প্রকল্পকে দশ গোল দেবে কেন্দ্র সরকারের একটি প্রকল্প। যার কাছে পাত্তাও পাবে না লক্ষ্মীর ভাণ্ডার। এতদিন তো লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে পেতেন তবে কেন্দ্র সরকারের এই প্রকল্পে পাবেন আরও বেশি বেশি টাকা।

কেন্দ্র সরকারের এই প্রকল্পটির নাম বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samridhi Yojana)। এই প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকেও অনেক বেশি পুরনো। এটি চালু করা হয় ১৯৯৭ সালে। আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশের নাগরিকদের জন্য এই প্রকল্পটি আনা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল নারী ও শিশু। কন্যা সন্তানদের লালন পালনের উদ্দেশ্যেই এই প্রকল্পের পথচলা। এই প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকেও অনেক বেশি লাভজনক। কারণগুলো দেখুন-

এক, এই প্রকল্পটি পরিষেবা দেয় কন্যা সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে। কোনও মা যদি কন্যা সন্তান জন্ম দেন, আর তিনি যদি এই প্রকল্পের আওতায় থাকেন তাহলে সেই মায়ের হাতে তৎক্ষণাৎ ৫০০ টাকা তুলে দেওয়া হবে। কন্যা সন্তানটির পড়াশুনোর জন্য স্কলারশিপের ব্যবস্থাও করা হবে।

দুই, এই প্রকল্পের আওতায় থাকা কন্যা সন্তানদের তৃতীয় শ্রেণী পর্যন্ত ৩০০ টাকা করে বার্ষিক স্কলারশিপ দেওয়া হয়। যারা চতুর্থ শ্রেণীতে পড়ে তাদের দেওয়া হয় ৫০০ টাকা। পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা দেওয়া হয় ৬০০ টাকা। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পড়ুয়াদের দেওয়া হয় ৭০০ টাকা। নবম এবং দশম শ্রেণীর কন্যা সন্তানদের দেওয়া হয় ১০০০ টাকা।

কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করা খুব সহজ। এর জন্য আবেদনকারী যে এলাকার বাস করেন, সেই এলাকার যে কোনও অঙ্গনওয়াড়ি সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্র থেকে আবেদন পত্র সংগ্রহ করতে পারেন। এরপর সেই আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করে, সঠিক নথি পত্র সমেত জমা করতে পারেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *