বাইডেন পত্নীকে লাখ লাখ টাকার হীরে উপহার দিলেন নরেন্দ্র মোদী! দাম শুনলে জ্ঞান হারাবেন, কেন দিলেন এত দামী উপহার?
বাইডেন পত্নীকে
লাখ লাখ টাকার হীরে উপহার দিলেন
নরেন্দ্র মোদী
যে সে হীরে নয়
মহামূল্যবান এই হীরে
অন্যান্য হীরের থেকে সম্পূর্ণ আলাদা
তৈরি হয় ভিন্ন উপায়ে
সোলার পাওয়ারে কাটিং
ঝলমলে রং, দুর্ধর্ষ নজরকাড়া
দাম শুনলে জ্ঞান হারাবেন
হীরেটির বিশেষত্ব জানলে
হাঁ হয়ে যাবেন
কি নাম হীরেটির?
বহুমূল্য এই হীরের দামই বা কত?
কেন দিলেন এত দামী উপহার?
তিন দিনের মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে জো বাইডেনের আমন্ত্রণে আমেরিকা গেছেন নমো। তবে খালি হাতে যাননি। জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্য নিয়ে গেছেন উপহারের ডালা। যেমন তেমন উপহার নয়, একেবারে চোখ ধাঁধানো, তাক লাগানো বিলাসবহুল উপহার। জো বাইডেনকে খুশি করতে যাবতীয় কসরত করেছেন মোদী। চেষ্টার কোনও ক্রুটি রাখেননি। সেই কথাই জানান দিচ্ছে মোদীর দেওয়া উপহার সামগ্রী।
কি কি উপহার দিয়েছেন মোদী?
জো বাইডেনকে দিয়েছেন দেশি ঘি, উপনিষদের ১০টি মূলমন্ত্র, সোনার মুদ্রা। এছাড়াও বাইডেনকে দিয়েহেন একটি চন্দনকাঠের বাক্স। যেখানে ছিল একটি রুপোর তৈরি গণেশ মূর্তি, একটি প্রদীপ এবং ‘দশ দানম’ বা দশ দান। এই তো গেল জো বাইডেনের উপহার। তবে সবচেয়ে উল্লেখযোগ্য মার্কিন ফার্স্ট লেডিকে দেওয়া উপহার। মার্কিন ফার্স্ট লেডিকে দিয়েছেন একটি বহুমুল্যের হীরে। মহামূল্যবান এই হীরের ওজন ৭.৫ ক্যারেট। যার নাম সবুজ হীরে। তবে এটি আদতে সবুজ নয়। এর রং সাদা। যার সর্বনিম্ন দাম ৮০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা। সর্বোচ্চ দাম ১২ লাখ মার্কিন ডলার। এই হীরেটি সম্পূর্ণ ভারতীয় ল্যাবে তৈরি। হীরেটি যে বাক্সে রাখা ছিল, সেটি ছিল পেপার ম্যাশ দিয়ে তৈরি কাশ্মীরি নকশা করা একটি।
কি কি উপহার পেলেন মোদী?
মোদীকেও দেওয়া হয়েছে মহামূল্যবান উপহার। তার মধ্যে একটি হল আমেরিকান বুক গ্যালারি, একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকান বন্যপ্রাণীর ছবি এবং রবার্ট ফ্রস্টের কবিতাসংগ্রহের প্রথম সংস্করণ।
এদিকে মোদীর সফরকে ঘিরে কটাক্ষ করছেন বিরোধীরা। কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বলেন-
“বাইডেনের বউকে হিরে দিলেন, নিজের স্ত্রীকে তো কিসসু দেননি মোদী!”
কংগ্রেসের অন্দরে তীব্র সমালোচনা হচ্ছে মোদীকে কেন্দ্র করে। দেশের পরিস্থিতি না সামলে, মোদীর মার্কিন সফর বেশি গুরুত্বপূর্ণ কি না সেই প্রশ্নও করছেন বিরোধীরা।
Leave a Reply