একের পর এক ফ্লপ, শেষমেষ ডুবন্ত ক্যরিয়ার নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার
বক্স অফিসে ফ্লপের পর ফ্লপ
অক্ষয় কুমারের পাঁচ পাঁচটি ছবি
সকলের মুখে মুখেই তিনি এখন
ফ্লপ হিরো
আচমকা ছিটকে গেলেন
সাফল্যের চূড়া থেকে
হাড় ভাঙা পরিশ্রম করেও
কেন হচ্ছেন ব্যর্থ?
কেনই বা মিলছে না সাফল্য?
শেষমেষ ডুবন্ত ক্যরিয়ার নিয়ে
মুখ খুললেন খিলাড়ি কুমার
সময়টা ভালো যাচ্ছে খিলাড়ি কুমারের! দীর্ঘদিন ধরেই ফ্লপ ছবির দৌলতে দর্শকদের মন জয় করতে পারছেন না তিনি। এক সময় যার ছবি দিয়ে উঠে দাঁড়াত বক্স অফিস, সেই নায়কের সিনেমাই আজ মুখ থুবড়ে পড়ছে। বেশ কিছু দিন আগেও সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। কিন্তু মাঝে এমন হাল হয়েছে খিলাড়ি কুমারের, কোনও নির্মাতাই চাপে পড়ে কাস্ট করতে চাইছে না অভিনেতাকে! হঠাৎ হলোটা কি? এইভাবে ফ্লপ হিরোর খেতাব কেন পাচ্ছেন অক্ষয়? পর পর ৫টি সুপার ফ্লপ সিনেমা দেওয়ায় এই প্রশ্নই কার্যত ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। অনেকেই অভিনেতাকে নিয়ে কটাক্ষও করতে শুরু করেছেন। এই সমস্ত সমালোচনার বিরুদ্ধে গিয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা। জানালেন নিজের প্রতিক্রিয়া। উত্তর দিতে গিয়ে এক হাত নেন সমলোচকদের। সদ্য নিজস্ব একটি পোশাকের ব্র্যান্ড ওপেনিং এ এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান-
‘ একটা বিষয় নিয়ে আমার গর্ব হয় যে দিনের শেষে আমি ঝেড়ে ফেলতে জানি। আমি এগিয়ে যেতে জানি। আমার এই ক্ষমতাটাই আমায় এগিয়ে যেতে সাহায্য করে। প্রথম যেদিন নতুন কাজ শুরু করি, সেদিন থেকেই এক নতুন উদ্যোম আমার মধ্যে কাজ করে। আমি কাজ করতে ভালবাসি। এটা থেকে আমায় কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। তোমাকে এগিয়ে যেতে হবে। সততার সঙ্গে কাজ করলে তার ফল একদিন নয় একদিন ফেরত পাওয়া যায়। আমি এভাবেই সমালোচনার সঙ্গে লড়াই করে থাকি।’
অভিনেতাকে আগে কখনোই এমন মন্তব্য করতে কেউ দেখেনি। তিনি এখানেই থেমে থাকেননি। ভক্ত থেকে শুরু করে ট্রলবাহিনী যেভাবে অভিনেতা টার্গেট করেছে সেই নিয়েও মুখ খোলেন তিনি। অভিনেতে বলেন-
‘আমি জীবনে অনেক ওঠা-পড়া দেখেছি। যার মধ্যে খুব স্বাভাবিক হচ্ছে যখন কিছু ভাল হয়, সবাই ভাল-ভাল বলেন। যখন খারাপ হয়, তখন এতটাই কটাক্ষের শিকার হতে হয়, যা হয়তো আপনি কল্পনাও করেননি। আমি একজন মানুষ। ভাল হলে ভাললাগে, খারাপ হলে খারাপ লাগে।’
Leave a Reply