পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে হোলি খেলা বারণ! হোলি ইসলাম বিরোধী,পাক শিক্ষা কমিশনের মন্তব্যে শুরু হল তোলপাড়

ইসলামিক সংস্কৃতিতে আঘাত! শিক্ষা প্রতিষ্ঠানে আর খেলা যাবে না হোলি, তোলপাড় পাকিস্তানে

ইসলামিক সংস্কৃতিতে আঘাত!
শিক্ষা প্রতিষ্ঠানে আর খেলা যাবে না হোলি
তোলপাড় পাকিস্তানে

গালে মাখা যাবে না আবির!
রং নিয়ে খেললেই কড়া শাস্তি!

হোলি ইসলাম বিরোধী!
মুসলিমদের সংস্কৃতি নষ্ট করে!

পাক শিক্ষা কমিশনের মন্তব্যে
শুরু হল হুলস্থুল

হিন্দুদের পবিত্র একটি উৎসব হোলি। এটি এমনই একটি উৎসব, যে উৎসব কেবল মাত্র হিন্দুদের নয়, সমস্ত ধর্মের মানুষের মধ্যেই হোলি খেলা নিয়ে ভরপুর কৌতুহল থাকে। এমনকি মুসলিমদের মধ্যেও হোলি নিয়ে যথেষ্ট উদ্দিপনা কাজ করে। ভারতের হোলি উৎসবে মুসলিমদেরও সামিল হতে দেখা যায়। এবার এই দিক থেকেই উল্টো পথে হাঁটছে পাকিস্তান। পাকিস্তানে নিষিদ্ধ হল হোলি খেলা। ফতোয়া জারি করেছে পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন। তাদের মতে,
পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা ধর্মের পড়ুয়া থাকায় সেখানে হোলি খেলার পরিবেশ তৈরি হয়। এবার থেকে সেখানকার কোনও দেশেই আর হোলি খেলা যাবে না।

পাক প্রশাসনের মতে, হোলি খেললে ইসলাম ধর্মের সংস্কৃতি ক্ষয়প্রাপ্ত হয়। ইসলাম ধর্মে হোলি খেলা নিষেধ। তাই পড়ুয়াদের হোলি খেলা থেকে বিরত থাকা নিধান দিয়েছে পাক প্রশাসন। পাক শিক্ষা কমিশনের জানিয়েছে-

“সমস্ত ধর্মের প্রতিই আমরা সম্মান করি। সাম্য বজায় রাখতে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানই গুরুত্বপূর্ণ। তবে কোনও কিছু নিয়েই মাতামাতি করা ঠিক নয়। তাই নিজেদের ধর্মীয় বিশ্বাস নিয়ে পড়ুয়াদের সচেতন থাকতে হবে। কয়েকদিন আগেই এমন ঘটনা ঘটেছে একটি বিশ্ববিদ্যালয়ে। তার জেরে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।”

মূলত কিছুদিন আগেই হোলি খেলে পাকিস্তানের কুয়াদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পড়ুয়া। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। অনেকেই এই পাকিস্তানের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধীত জানিয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *