আমেরিকায় নরেন্দ্র মোদির সমস্ত খরচ-পাতি চালাবে জো বাইডেন! থাকা, খাওয়া, ঘোরাফেরা সম্পূর্ণ বিনামূল্যে, পেছনে অনেক বড় কারণ

আমেরিকায় নরেন্দ্র মোদির সমস্ত খরচ-পাতি চালাবে জো বাইডেন! থাকা, খাওয়া, ঘোরাফেরা সম্পূর্ণ বিনামূল্যে, পেছনে অনেক বড় কারণ

আমেরিকায় নরেন্দ্র মোদির
সমস্ত খরচ-পাতি চালাবে
জো বাইডেন!

থাকা, খাওয়া, ঘোরাফেরা
সম্পূর্ণ বিনামূল্যে

একটা কানা কড়িও
খরচ হবে না মোদীর

মোদীর আদর আপ্যায়নে
উঠে পড়ে লাগল
বাইডেনের দেশ

হাতে গোনা
কয়েকজন প্রধানমন্ত্রীই পেয়েছে
এমন সুযোগ

হঠাৎ মোদীর জন্য
কেন এমন ব্যবস্থা?
পেছনে অনেক বড় কারণ

আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ গুরুত্বপূর্ণ কারণে মার্কিন মুলুকে উড়ে গেছেন ভারতের রাষ্ট্রনেতা। এর আগেও তিনি নানা কাজে, নানা উদ্দেশ্যে আমেরিকা গেলেও এইবার মোদীর আমেরিকা সফরের পেছনে তাৎপর্যপূর্ণ বেশকিছু কারণ রয়েছে। এবারের আমেরিকা সফরের উদ্দেশ্য একেবারেই আলাদা। ইতিমধ্যেই মোদী ও বাইডেনের কয়েক দফা বৈঠকও সম্পন্ন হয়েছে। কূটনৈতিক মহলের দাবি, সব কিছু ঠিকঠাক থাকলে এবারের সফরেই, নরেন্দ্র মোদী ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। এছাড়াও অন্যান্য অনেক বিষয়েই দুজনের মধ্যে সরলীকরণ হওয়ার সম্ভাবনাও প্রবল। এবারের আমেরিকা সফরের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই সফরে মোদীর যাবতীয় খরচ বহন করছে খোদ আমেরিকা। থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন মোদী। এর জন্য নরেন্দ্র মোদীর নিজের পকেট থেকে একটি পয়সাও খরচ হবে না।

এর কারণ এবার তিনি আমেরিকা গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে। যাকে বলা হয় অফিসিয়াল স্টেট ভিজিট। এর আগে এমন রাজকীয় আমন্ত্রন পেয়েছে কেবল দুজন। একজন হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাষ্ট্রপতি সর্বপল্লী ডা. রাধাকৃষ্ণান। এই দুজনের পর, অনেক সময় বাদে এবার নরেন্দ্র মোদী পেলেন এই রাজকীয় আমন্ত্রণ। যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। এই আমন্ত্রন সহজেই কেউ পায় না। কেবল মাত্র যোগ্যরাই পাই। এখানেই শেষ নয়। চমক আরও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজেও যোগ দেবেন। সেই সাথেই এবারের সফরের আরও একটি মুখ্য বিষয়, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। এই নিয়ে মোদী দ্বিতীয়বার ভাষণ দেবেন। মোদীই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ইজরায়েলের রাষ্ট্রপতি বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি অবশ্য তিনবার ভাষণ দিয়েছেন।

মোদি ষষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ২০১৬ সালে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দেন। মোদীর আগে যারা দিয়েছিলেন তাদের মধ্যে, জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ১৯৪৯ সালে হাউস এবং সেনেটে আলাদাভাবে ভাষণ দেন। এরপর ১৯৮৫ সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন রাজীব গাঁধী। তারপর পি.ভি. নরসিমা রাও ভাষণ দেন ১৯৯৪ সালে। অটল বিহারী বাজপেয়ী ভাষণ দেন ২০০০ সালে। সর্বশেষ ভাষণ দেন মনমোহন সিংহ ২০০৫ সালে। আর এবার সেই পাদুকায় পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। যা ভারতের মুকুটে যোগ করতে চলেছে নয়া পালক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *