চীন ৩০, পাকিস্তান ৩১, কিন্তু ভারত ৭, এই রাঙ্কিং দেখলে খুশিতে পাগল হয়ে উঠবেন আপনিও

চীন ৩০, পাকিস্তান ৩১, কিন্তু ভারত ৭, এই রাঙ্কিং দেখলে খুশিতে পাগল হয়ে উঠবেন আপনিও

চীন ৩০, পাকিস্তান ৩১
কিন্তু ভারত মাত্র ৭

আমেরিকার প্রকাশ করা লিস্ট দেখলে
খুশিতে হবেন পাগল
আনন্দে হবেন আত্মহারা

কিসের লিস্ট প্রকাশ্যে আনল
আমেরিকা?

তথ্য সামনে আসতেই
হৈ চৈ কাণ্ড
রৈ রৈ ব্যাপার

এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন নরেন্দ্র মোদী। বিভিন্ন পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বেশ গলায় গলায় ভাব হয়েছে জো বাইডেন ও নরেন্দ্র মোদীর। দুজনের মধ্যে সম্পন্ন হয়েছে বিভিন্ন চুক্তি ও বৈঠক। এই সবের মাঝেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সামনে এলো নতুন আপডেট। এমনিতেও আমেরিকা এমনই এক দেশ যেখানে যেতে ভিসা নিয়ে যথেষ্ট বেগ পেতে হয়। কারণ অন্যান্য দেশের মতন সহজে ভিসা দেয় না মার্কিন প্রশাসন। অনেক খাট খড় পুড়িয়ে সেখানকার ভিসা মেল। বিশ্বের বহু দেশের ভিসা বাতিল করে দেওয়া রেকর্ড রয়েছে আমেরিকার। এবার আমেরিকা ভিসা বাতিলের লিস্টে কোন দেশের কি অবস্থান রয়েছে সেই রেঙ্কই সামনে এলো। তালিকায় ভারতের অবস্থান দেখলে চমকে যেতে বাধ্য। এক নজরে দেখুন সেই তালিকা-

মোনাকোঃ আমেরিকার ভিসা বাতিলের তালিকায় সবচেয়ে ভালো জায়গায় রয়েছে মোনাকো। এই দেশের একটিও ভিসা বাতিল করেনি আমেরিকা।

নেতানিয়াহুরঃ মোনাকোর পর রয়েছে নেতানিয়াহু। এই দেশের মাত্র ২ শতাংশ ভিসা বাতিল করেছে মার্কিন সরকার।

আর্জেন্টিনাঃ এই দেশটির মাত্র ৪ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

হংকংঃ মাত্র ৫ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

জাপানঃ এই দেশটির মাত্র ৬ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

রোয়াণ্ডাঃ ৩৬ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

চিনঃ এই দেশের ৩০ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

পাকিস্তানঃ এই দেশের ৩১ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

কানাডাঃ ৫৮ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

ইরানঃ ৫৪ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

আফগানিস্তানঃ ৫৩ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

ইরাকঃ ৫৪ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

মাইক্রোনেশিয়াঃ এই দেশটির ১০০ শতাংশ ভিসাই বাতিল করেছে মার্কিন সরকার।

মৌরিটানিয়াঃ এখানকার ৯০ শতাংশ ভিসাই করা হয়েছে।

সোমালিয়াঃ ৭৫ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।

ভারতেরঃ ভারতের অবস্থান যথেষ্ট ভালো। আমেরিকার ভিসা বাতিলের তালিকায় ভালো জায়গায় রয়েছে ভারত। রয়েছে ১ থেকে ১০ এর মধ্যে। ভারতের মোট ৭ শতাংশ ভিসা বাতিল করা হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *