এক রাতের ভাড়া দিয়ে কেনা যাবে বড় বড় দ্বীপ! জানেন আমেরিকার কোন হোটেলে থাকছেন প্রধানমন্ত্রী মোদী?

এক রাতের ভাড়া দিয়ে কেনা যাবে বড় বড় দ্বীপ! জানেন আমেরিকার কোন হোটেলে থাকছেন প্রধানমন্ত্রী মোদী?

আমেরিকায় গিয়ে
৪০ বছরের পুরনো হোটেলে
থাকছেন নরেন্দ্র মোদী

দুনিয়ার অন্যতম সেরা রাজকীয় হোটেল
৮০০টি রুম, ৫১টি লাক্সারিয়াস ফ্লোর
বিলাসিতার শেষ নেই!

রুমের আকার যত বাড়ে
ততই বাড়ে পরিষেবা

সময়ের সঙ্গে
পাল্লা দিয়ে ছোটে ভাড়া

এক রাতের ভাড়া দিয়ে
কেনা যাবে বড় বড় দ্বীপ

হোটেলটিতে থাকার খরচ কত জানেন?
শুনলে জ্ঞান হারাবেন

একের পর এক নজির গড়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের মার্কিন সফরে রয়েছেন তিনি। এর মধ্যেই সেরেছেন একাধিক বৈঠক। সাক্ষাৎকার সেরেছেন বড় বড় রাষ্ট্রনেতা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকায় মোদীর সফর ঘিরে উঠে আসছে একাধিক আশা আকাঙ্ক্ষা। এই সফরের মধ্যে থেকেই বড় কোনও চুক্তিও সম্পন্ন হতে পারে। এই মুহূর্তে সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। তার সাথে সাথেই মার্কিন মুলুকে মোদীর প্রতি যে আদর আপ্যায়ন সেই বিষয়টি নজর কাড়ছে সকলের। আলোচনার কেন্দ্র বিন্দু এখন মোদীর রাত্রিবাসের বিলাসবহুল সেই হোটেল।

মার্কিন সফরে গিয়ে নরেন্দ্র মোদী যে হোটেলে রয়েছেন হোটেলটি নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউতে অবস্থিত। হোটেলটির নাম ‘লটে নিউ ইয়র্ক প্যালেসে’। আলিসান, চোখ ধাঁধানো এই হোটেলে এক রাতের ভাড়া ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা। কি নেই এই হোটেলে? রাজকীয় সমস্ত ব্যবস্থা রয়েছে এই হোটেলে। হোটেলটির সব কিছুই আন্তর্জাতিক মানের। হোটেলটি বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল হোটেলগুলোর মধ্যে একটি। এই হোটেলের সাধারণ রুমের ভাড়াই শুরু হয় ৫০ হাজার থেকে। হোটেলটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী। প্রাসাদপমো এই হোটেলটি তৈরি হয় ১৯৮২ সালে। এটি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় হোটেল। হোটেলটিতে রয়েছে মোট ৫১ টি তল। এর উচ্চতা ৫৬৩ ফুট। রুমের সংখ্যা ৮০০। এই হোটেলে কম দামের কিছুই নেই। এখানে যা আছে সবই দামী দামী। আসবাবপত্র থেকে শুরু করে খাবার, দাম শুনলে জ্ঞান হারাবেন।

তবে এই প্রথম নয়। এর আগেও ২০১৪ এবং ২০১৯ সালে আমেরিকা সফরের সময় এই হোটেলটিকেই বেছে নেয় নরেন্দ্র মোদী। এই হোটেলেই বসেই সাক্ষাৎ করেছেন বিশ্বের বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *