মোদীকে স্বাগত জানাতে ওয়াশিংটনে বাজল ভারতের জাতীয় সঙ্গীত! জমকালো আয়োজনে মোদী বরণ, প্রকাশ্যে এলো ভিডিও

মোদীকে স্বাগত জানাতে ওয়াশিংটনে বাজল ভারতের জাতীয় সঙ্গীত! প্রকাশ্যে এলো মোদী বরণের জমকালো দৃশ্য

বিদেশের মাটিতে
মঞ্চ কাঁপালো ভারত!

মোদীকে স্বাগত জানাতে ওয়াশিংটনে
বাজল ভারতের জাতীয় সঙ্গীত

দেশটির আনাচে কানাচে শোনা গেল
মোদী মোদী রব
মোদী প্রেমে মগ্ন সেখানকার বাসিন্দারা

কেউ নাচছেন,কেউ গাইছেন
কেউ পড়েছেন মোদী জ্যাকেট

জমকালো আয়োজনে মোদী বরণ
প্রকাশ্যে এলো সেই দৃশ্য

সারা বিশ্বে মোদীর জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছে গেছে তা একেবারেই ধারণা বাইরে। সত্যিই তাই। জি-7 সামিট থেকেই বিদেশী রাষ্ট্রগুলোতে মোদীর গ্রহণযোগ্যতা ছিল চোখে পড়ার মত। মোদীর প্রতি বিদেশী রাষ্ট্রনেতাদের আস্থা, বিশ্বাস সবকিছুই ছিল নজরকাড়া। এবারেও তার অন্যাথা হয়নি। এই মুহূর্তে তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় ধাপে পৌঁছে গেছেন ওয়াশিংটন। সেখানে পৌঁছেই মোদীকে যেভাবে আমন্ত্রন জানানো হল তা এক কথায় অসাধারণ। ওয়াশিংটন বিমান বন্দরে পৌঁছাতেই মোদীকে স্বাগতম জানানো হল ভারতীয় জাতীয় সঙ্গীত বাজিয়ে। নিঃসন্দেহে বলা যায়, এই সম্মান ভারতের গর্ব। মোদীর হাত ধরে উজ্জ্বল হয়েছে ভারতের নাম। যে কোনও রাষ্ট্রনেতার কাছেই এমন সম্মান অনেক বড় প্রাপ্তি।

এখানেই শেষ নয়, মোদীকে এক ঝলক দেখতে বিমান বন্দরের বাইরে থেকে শুরু করে মোদী যে হোটেলে থাকবেন, তার বাইরে দেখা গেছে উপচে পড়া ভিড়। শুধুমাত্র মোদীকে একটি বার চোখে দেখা দেখবেন বলে ভিড় করেছেন অনেকেই। সেখানে দেখা গেছে হাজার হাজার প্রবাসী ভারতীয়। যারা ভারতীয় পোশাক পড়ে সেখানে হাজির হয়। কেউ মোদীর মুখোশ পড়ে, কারো গায়ে মোদীর ছবি আঁকা জামা একেবারে এলাহি কাণ্ড মোদীর সফর ঘিরে।
জমায়েতকারীদের মুখে শোনা যায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। ভারতের পতাকা হাতেও অনেকেই ভিড় করেন। তথ্য সূত্রে জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে রাষ্ট্রীয় নৈশভোজেও যোগদানের পরিকল্পনা রয়েছে মোদীর।

ওয়াশিংটনের আগে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ দেন মোদী। সেখানে অধিবেশনে ভাষণও দেন। এদিন আন্তর্জাতিক যোগ দিবসের উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও অংশগ্রহণ করেন তিনি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *