জানেন টাইটানিক জাহাজ দেখতে যাওয়ার টিকিটের দাম কত? প্রকাশ্যে এলো বড়সড় তথ্য
জানেন টাইটানিক জাহাজ
দেখতে যাওয়ার টিকিটের দাম কত?
সাবমেরিনের ঢুকিয়ে
মাঝ সমুদ্রের গভীরে গিয়ে
দেখানো হবে ঘুমন্ত টাইটানিক
এর জন্য আপনার যা খরচ হবে
তা দিয়ে আপনি কিনতে পারবেন
বড় বড় অট্টালিকা
ঠিক কত টাকা খরচ করলে
দেখতে পাবেন বিশ্ববিখ্যাত টাইটানিক?
প্রকাশ্যে এলো বড়সড় তথ্য
বিশ্বের সবচেয়ে ভয়ানক ঘটনাগুলোর মধ্যে একটি হল টাইটানিক ট্র্যাজেডি। এটি ছিল বিশ্বের জনপ্রিয় একটি জাহাজ। যেটি জাহাজ নয়, বরং জাহাজের আদলে এটি ছিল আস্ত একটি দুনিয়া। কি ছিল না বলুন তো এই জাহাজে? আস্ত আস্ত শহর থেকে বড় বড় ফ্ল্যাট সবই ছিল এই জাহাজে। কিন্তু ভাগ্যের পরিহাসে জাহাজটি ডুবে যায় মাঝ সমুদ্রে। ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে টুকরো টুকরো হয়ে যায় বিশালাকার জাহাজটি। আজও নাকিই জলের নীচে শুয়ে আছে টাইটানিকের অংশ বিশেষ। আপনি চাইলেই নিজের চোখে দেখে আসতে পারেন টাইটানিকের জাহাজের ধ্বংসাবশেষ। বর্তমানে সেই ব্যবস্থা করেছে ওশানগেট নামে একটি সংস্থা।
সাবমেরিনের সাহায্য পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে টাইটানিক জাহাজের ভগ্নাশেষ। একেবারে আটলান্টিক মহাসাগরের গভীরে গিয়ে পর্যটকেরা ঘুমন্ত টাইটানিকের দর্শনের সুযোগ পাবে। সূত্র মারফত খবর,এর জন্য যাত্রীবোঝাই করে সাবমেরিন পাড়ি দেবে সমুদ্রের প্রায় বারো হাজার ফুট গভীরে। ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সমুদ্রের প্রায় বারো হাজার ফুট গভীর মানে সমুদ্রের একেবারে তলায় নিয়ে যাবে যাত্রীদের। এই যাত্রা যে খুবই রোমাঞ্চকর হবে তা বলাই বাহুল্য। সাবমেরিনের যাত্রী সংখ্যা হবে নাবিক সহ ৫ জন। টানা আট দিন জলের তলায় থাকতে পারবে এই সাবমেরিনটি। সাবমেরিনটিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের ব্যবস্থা থাকবে। একই সাথে যাত্রী সুরক্ষার কথা ভেবে সবরকম ব্যবস্থা বহাল থাকবে। এই সম্পূর্ণ যাত্রাটি যথেষ্ট ব্যায়বহুল হবে। এর জন্য খরচ হবে ২,৫০,০০০ মার্কিন ডলার , অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ২ কোটি টাকারও বেশি।
ওশানগেট নামে সংস্থাটি জানাচ্ছে, এই সম্পূর্ণ যাত্রাটি যথেষ্ট চাহিদাসম্পন্ন হবে। কারণ টাইটানিক এমন একটি বিষয় যা বহু মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। ইতিমধ্যেই অনেকেই টাইটানিক দেখা আগ্রহ নিয়ে সংস্থাটির সঙ্গে যোগাযোগও করেছেন। এদের মধ্যে ব্রিটিশ পর্যটকদের সংখ্যা অনেক বেশি।
Leave a Reply