জানেন, অরিজিৎ সিং এর গিটারে কেন লেখা থাকে মেয়েদের নাম? এই নামগুলি কাদের? এরা কারা? কি সম্পর্ক এদের সাথে?

জানেন, অরিজিৎ সিং এর গিটারে কেন লেখা থাকে মেয়েদের নাম? এই নামগুলি কাদের? এরা কারা? কি সম্পর্ক এদের সাথে?

জানেন অরিজিৎ সিং এর গিটারে
কেন লেখা থাকে মেয়েদের নাম?

ঝিলিক-ঝোরা-মিঠি
কেন নিজের গিটারে খোদাই করেছেন
এই তিনটি নাম?

জানেন এই নামগুলি কাদের?
এরা কারা?
কি সম্পর্ক এদের সাথে?

মুখ খুললেন
গায়কের ঘনিষ্ঠ

বড় মাপের শিল্পী হলেই যে ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে হবে এই ধারণা ভুল। সেটা বোঝা যায় গায়ক অরিজিৎ সিং’কে দেখলে। যাকে দেখে বোঝা মুশকিল যে তিনি একজন জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়ক। এই মানুষটিই বড় বড় মাপের সমস্ত তারকাদের সাথে ওঠাবসা করেন, সেই কথা আন্দাজ করাও কঠিন। তার ঠোঁটে ঠোঁট মেলায় বলিউড থেকে টলিউডের বড় বড় নায়কেরা। সত্যিই মনোমুগ্ধকর এক মানুষ তিনি। অরিজিৎ সিং’কে যত দেখি ততই যেন অবাক হতে হয়। তাঁকে নিয়ে ভক্ত মহলে আগ্রহের কমতি নেই।

এই আগ্রহের মধ্যেই একটি হল অরিজিতের গিটার। অরজিৎ সিং যখন মঞ্চে গান গাইতে ওঠেন তখন তার হাতে গিটার থাকবেই থাকবেই। গিটার ছাড়া তাঁকে খুব কম দেখা যায়। কখনও লক্ষ্য করে দেখবেন, অরিজিতের হাতে থাকা গিটারগুলোতে বিভিন্ন নাম খোদাই করা থাকে। ঝিলিক, ঝোরা,মিঠি। নানা সময় নানা নামের গিটার নিয়ে তাঁকে মঞ্চে দেখা যায়। এই নামগুলো আসলে কাদের! ভক্তমনে এই নিয়ে বিস্তর কৌতূহল। এই পরিপ্রেক্ষতেই মুখ খুলেছেন গায়কের এক ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি জানান, গিটারের প্রতি অরিজিতের একটা আলাদাই ঝোঁক। অন্যান্য বাদ্যযন্ত্রের চেয়েও গিটার অরিজিতের প্রিয়। গিটারের প্রতি দুর্বলতা থেকেই তাদের এই ধরনের নামকরণ করে থাকেন গায়ক অরিজিৎ। কোনোটার নাম ঝিলিক, কোনোটার নাম ঝোরা কোনোটার নাম মিঠি। নামগুলো খোদাই করে দেন গিটারের গায়ে। তবে কোন গিটারের কোন নাম কেন রাখা হয়েছে সেই উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। তিনি জানান এই বিষয়ে


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *