জানেন এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম কি? ‘ভ্যাটিকান’, ‘বুর্জ খালিফা’ সবই তো সুপার হিট, এবার অপেক্ষা করছে আরও বড় চমক
জানেন এই বছর
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের
পুজোর থিম কি?
ভ্যাটিকান’সিটি,’বুর্জ খালিফা’
সবই তো সুপারহিট
এবার অপেক্ষা করছে
আরও বড় চমক
শহরবাসীকে বিশেষ ‘উপহার’
টেক্কা দেবে শহরের
বড় বড় ক্লাবগুলোকেও
কোন থিমে হবে পুজো?
কী ভাবে তৈরি হচ্ছে?
বাজেট কত?
বড়সড় তথ্য সামনে আনলেন
ক্লাব কর্তারা
কলকাতার পুজো মানেই থিম পুজোর ছড়াছড়ি। শহরের প্যান্ডেলেগুলোতে বড় বড় থিমে প্রাণ প্রতিষ্ঠা পায় মা দুর্গা। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আর এই থিম পুজোয় বরাবরই দর্শনার্থীদের মন জয় করে নেয়, কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের পুজো মানেই হাইফাই বাজেট আর চোখ ধাঁধানো থিম। প্রতি বছর নজরকাড়া থিম বানিয়ে শ্রেষ্ঠ পুরষ্কারও জিতে নেয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অনেকেই এই ক্লাবের দুর্গা পুজোকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো বলেই চেনেন।
চলতি বছরেও এদের পুজোতে থাকছে বড়সড় চমক। যা শুনলে আনন্দে লাফিয়ে উঠবেন আপনিও। এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম পার্ক ডিজনিল্যান্ড। সদ্য খুঁটি পুজো সম্পন্ন করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেখানেই সামনে এলো পুজোর থিম। দেখতে হুবুহু পার্ক ডিজনিল্যান্ড। বেশ বড় বাজেটের থিম পুজো। এর আগে কখনই পার্ক ডিজনিল্যান্ড এর থিম বানিয়ে পুজো করেনি। ফলে প্রত্যেকবারের মতন এবারেও আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ডিজনিল্যান্ডকে থিম পুজোয় ফুটিয়ে তোলা মোটেও সহজ নয়। থিম নির্মাণকারীরা জানাচ্ছেন, রীতিমত চ্যালেঞ্জিং একটি কাজ। ক্লাবের সাধারণ সম্পাদক জানাচ্ছেন, এই থিম নির্মাণে ব্যবহৃত হবে প্লাই, প্লাস্টার অব প্যারিস, ফাইবার গ্লাসের মতো উপকরণ। গতবছর ভ্যাটিকান সিটি বানিয়েও ব্যাপক সাড়া ফেলে এই ক্লাবটি। আর তার কিছু বছর আগে বুর্জ খলিফা থিম বানিয়েও শিরোনামে উঠে আসে শ্রীভূমি। অবশ্য সে সময় অনেক সমলোচিত হতে হয় এই ক্লাবকে। এয়ার পুলিশের তরফে অভিযোগ আসে এই পুজোর থিম নিয়ে। বিশেষ করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লাইটিং এর কারণে বিমান চলাচলে যথেষ্ট বেগ হতে হয়েছিল। শেষমেশ বন্ধ করে দেওয়া হয়ে যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লাইটিং।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ছাড়াও খুঁটিপুজো সম্পন্ন হয়েছে মহম্মদ আলি পার্ক, চেতলা অগ্রণীর বড় বড় ক্লাবগুলোরও। এখন দেখা অপেক্ষা কে কাকে ছাপিয়ে যায়।
Leave a Reply