করমণ্ডল দুর্ঘটনায় জড়িত বাঙালী ইঞ্জিনিয়ার আমির খান! সিবিআইয়ের ঢেরায় চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ

করমণ্ডল দুর্ঘটনায় জড়িত বাঙালী ইঞ্জিনিয়ার আমির খান! সিবিআইয়ের ঢেরায় চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ

করমণ্ডল দুর্ঘটনায়
জড়িত বাঙালী ইঞ্জিনিয়ার
আমির খান!

সিবিআইয়ের ঢেরায় চলছে
গোপন জিজ্ঞাসাবাদ

একে একে ফাঁস হচ্ছে আসল পর্দা!
ঘটনায় চাঞ্চল্যকর মোড়

তবে কি নেপথ্যে
রয়েছে কোনও ষড়যন্ত্র?
নাকি কোনও প্রতিশোধ?

বিরাট আপডেট দিল
সিবিআই

করমণ্ডল দুর্ঘটনা নিয়ে সামনে এলো আরও বড় রহস্য। ধীরে ধীরে খুলে যাচ্ছে অনেক জট। বেরিয়ে আসছে নতুন নতুন প্রশ্ন ও কৌতূহল। করমণ্ডলের তদন্তের ভার সিবিআইয়ের হাতে আসার পর থেকেই এটাই সবচেয়ে বড় সাফল্য। এবার কেন্দ্রীয় তদন্ত আধিকারিকদের নজরে উঠে এলো বালেশ্বরের সোরো সেকশনের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার। এই যুবকের অন্তর্ঘাতের কারণেই কি এত বড় বিপর্যয় ঘটে গেল? এই প্রশ্নই তদন্ত কমিটিকে ভাবিয়ে তুলেছে সবচেয়ে বেশি।

করমণ্ডল দুর্ঘটনায় এই জুনিয়র ইঞ্জিনিয়ারকে সবচেয়ে বেশি নজরে রাখার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ইনিই ছিলেন খড়গপুর ডিভিশনের সিগন্যাল বিভাগের জুনিয়ার ইঞ্জিনিয়ার। মূলত তার দায়িত্বে পরিচালিত হত ওড়িশার সোরো, ধান্দপারা, বাহানাগা বাজার স্টেশনের সিগন্যাল রুম। এনার অনুমতি না পেলে বাহানাগা বাজার স্টেশনের সিগন্যাল রুমে কোনও স্টেপ নেওয়া হত না। ইনিই মূল মাথা। এই ইঞ্জিনিয়ারের নাম আমির খান। পেশা সূত্রে ওড়িশায় থাকলেও, জন্মসূত্রে সে পশ্চিমবঙ্গের বাসিন্দা।

ইতিমধ্যেই তাঁকে জেরা করছে সিবিআই। বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে, সংশ্লিষ্ট এই রেলকর্মীকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। তিনি জানান, রেলের সমস্ত কর্মীরাই এই মুহূর্তে সিবিআই এবং সিআরএস তদন্তের আওতায় রয়েছে। তাদের মধ্যে কেউই নিখোঁজ কিংবা পলাতক নয়। ভুল তথ্যে বিব্রত না হওয়ার অনুরোধ জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *