অপেক্ষার দিন শেষ! রামের জন্মভূমিতে ফিরছে শ্রী রাম, কবে ও কখন,ফাইনাল তারিখ জানাল অযোধ্যার রাম মন্দির কমিটি
অপেক্ষার দিন শেষ!
এবার রামের জন্মভূমিতে
ফিরছে শ্রী রাম
কবে ও কখন
ফাইনাল তারিখ জানাল
অযোধ্যার রাম মন্দির কমিটি
শুভদিনে, শুভক্ষণে
দেখা দেবেন রামচন্দ্র
প্রধান অতিথি নরেন্দ্র মোদি
ভুমিকম্পেও টলবে না
রামলালার বাসভবন
১০০০ বছর পরেও থাকবে
সম্পূর্ণ অক্ষত
উদ্বোধনের তারিখ নিয়ে
সামনে এলো বিরাট আপডেট
অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে উত্তেজিত গোটা দেশ। উত্তেজনা হওয়ারই কথা। ভারতবর্ষে এই প্রথম শ্রী রাম চন্দ্রকে কেন্দ্র করে তৈরি হচ্ছে রাজকীয় মন্দির। যা চেয়ে দেখবে গোটা বিশ্ব। মন্দিরটির কারুকার্য থেকে নির্মাণ কৌশল সবেতেই রয়েছে চমক। গোটা ভূভারতে মিলবে না এমন নকশাযুক্ত মন্দির। এটিই বিশ্বের সবচেয়ে বৃহত্তম রামমন্দির। সকলেরই কৌতূহল ছিল কবে খুলবে এই মন্দির! কবে মিলবে রামলালার দর্শন! এবার সেই উত্তর জানিয়ে দিল অযোধ্যার রাম মন্দির কমিটি। ২০২৪ সালের ১৪ই জানুয়ারি উদ্বোধন হচ্ছে বিশ্বের বৃহত্তম রামমন্দির। সেদিনই খুলে যাবে ভারতীয়দের স্বপ্নময় মন্দিরের দুয়ার। রাম মন্দির উদ্বোধনের দিনই একই সাথে পড়ছে মকর সংক্রান্তি। সব মিলিয়ে একেবারে শুভ দিনেই মিলবে রামলালার দর্শন। রাম মন্দির উদ্বোধনের প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি উপস্থিত থাকবেন আরও অনেক মান্যগণ্য ব্যক্তি থেকে পুরোহিত। বিস্তারিত তালিকা এখনও প্রকাশ্যে আসেনি।
অনেক ঝমকালো আয়োজনের মধ্যে দিয়েই এই উদ্বোধন পর্ব চলবে। টানা ১০ দিন ধরে চলবে অনুষ্ঠান। নানা রকম পর্বে সাজানো হবে গোটা আয়োজন। সম্পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান গোটা দেশজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে। বিদেশেও যাতে এই অনুষ্ঠান দেখা যায় তারও ব্যবস্থা চলছে। রাম মন্দিরটির দৈর্ঘ্যে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। মন্দিরটিতে থাকছে ৩৯২টি স্তম্ভ। ভুমিকম্পেও টলবে না মন্দিরটি। খাঁটি সেগুন খাট দিয়ে তৈরি নির্মিত মন্দিরের ৪৬টি দরজা। স্বর্ণদিয়ে মোড়ানো থাকবে গর্ভগৃহের দরজা। মন্দিরটি এমনভাবে তৈরি হচ্ছে ১০০০ বছরেও কিছু হবে না। তাজমহলের পর অন্যতম আকর্ষণে পরিণত হবে এই মন্দির। মন্দিরের পাশাপাশি থাকবে তীর্থযাত্রী সুবিধা কেন্দ্র, জাদুঘর, সংরক্ষণাগার, গবেষণা কেন্দ্র, অডিটোরিয়াম, গবাদি পশুর গোয়াল, আচার অনুষ্ঠানের মঞ্চ, প্রশাসনিক ভবন এবং পুরোহিতদের থাকার জন্য ঘর, অতিথিশালা। মন্দির নির্মাণে নিয়োজিত রয়েছে ১৬ প্রজন্মের স্থপতিরা। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আরও বেশি আলোচনায় উঠে এসেছে রামমন্দির।
Leave a Reply