শুভেন্দুর অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কত জানেন? বেরিয়ে এলো আসল সত্য

শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কত জানেন? বেরিয়ে এলো আসল সত্য

শুভেন্দু অধিকারীর
শিক্ষাগত যোগ্যতা কত জানেন?
কতদূর পড়াশোনা করেছেন তিনি?

মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক
পড়েছেন সরকারি স্কুলে
পেয়েছেন কৃতি ছাত্রের খেতাব

অর্জন করেছেন বড় বড় ডিগ্রী
তুখোড় শিক্ষার ময়দানে

বিরোধী দলনেতার পড়াশুনোর
লেভেল শুনলে আঁতকে উঠবেন

ঠিক কতদূর
পড়াশোনা করেছেন তিনি?
পেয়েছেন কোন কোন ডিগ্রী?

বেরিয়ে এলো
আসল সত্য

এই মুহূর্তে রাজ্যের শাসক দলের চোখের কাঁটা একজন তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে একেবারে নিশানা করেই মাঠে নেমেছেন তিনি। তৃণমূলকে চারিদিক থেকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে এই মানুষটি। বলা যায় রাজ্য থেকে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করতে কোমর বেঁধে নেমেছেন শুভেন্দু। রাজ্যের চলমান দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হতে দেখা যায় শুভেন্দুকে। চাকরি, শিক্ষা, কয়লা, গরু রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে গজিয়ে ওঠা দুর্নীতির কালো হাত হাত ভেঙে দিতে মরিয়া তিনি। কখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামছেন আবার কখনও শাসক দলের বিরুদ্ধে ছুটছেন আদালতের চত্বরে। আবার কখনও কখনও ছুঁড়ে দিচ্ছেন ওপেন চ্যালেঞ্জ। শাসকদলকে কটাক্ষ থেকে শুরু করে সপাটে জবাব দিতে ওস্তাদ এই মানুষটি। নানা ভাবে, নানা রুপে বারংবার শিরোনামের জায়গা দখল করে আসছেন শুভেন্দু অধিকারী। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁর নাম উঠে আসছে রাজ্য রাজনীতির বিভিন আসরে। ফলস্বরূপ শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে কৌতূহলের মাত্রা। অনেকেই জানতে চাইছেন শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে।

২০২১ সালে শুভেন্দু অধিকারীর উত্থান। তৃণমূল ছেড়ে সটান যোগ দেয় বিজেপিতে। সেই বছরই বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জিকে হারিয়ে ক্ষমতায় আসেন শুভেন্দু অধিকারী। এটাই ছিল শুভেন্দুর সবচেয়ে বড় টারনিং পয়েন্ট। মমতার গড়ে দাঁড়িয়ে, মমতাকে হারিয়ে, ক্ষমতা দখল করেন তিনি। নন্দীগ্রামের মত জায়গায় তার বিরাট ব্যবধানে জয় লাভ, শোরগোল ফেলে দেয় রাজ্য রাজনীতির অন্দরে। নন্দীগ্রামে জয় লাভ করেই বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। এতো গেল শুভেন্দুর রাজনৈতিক রেকর্ড! শিক্ষার ময়দানেও বেশ তুখোড় তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া শুভেন্দু অধিকারীর হলফনামা থেকে বেরিয়ে আসে তার শিক্ষাগত যোগ্যতা। সেখান থেকেই জানা যায়, পশ্চিমবঙ্গ থেকেই তিনি পড়াশুনো সম্পন্ন করেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তিনি সরকারি প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করেন। এরপর স্বনামধন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ করেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, শিক্ষা প্রাঙ্গনের মেধা তালিকাতেও ছাপ রাখেন শুভেন্দু অধিকারী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *