৩০ হাজারের বেশি টাকা থাকলেই বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! বড়সড় তথ্য সামনে আনল RBI

৩০ হাজারের বেশি টাকা থাকলেই বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! বড়সড় তথ্য সামনে আনল RBI

৩০ হাজারের বেশি টাকা থাকলেই
বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

নিয়ম শুনেই মাথায় হাত
কোটি কোটি গ্রাহকের!

কি হবে এবার?
কোথায় যাবে গ্রাহকেরা?
কীভাবে ফেরত পাবে জমানো টাকা?

বড়সড় তথ্য সামনে আনল
RBI

আগেই বন্ধ হয়েছে ২,০০০ টাকার নোট। সেই রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো আরও বড় তথ্য। যা শুনেই রীতিমত মাথায় হাত ব্যাংক গ্রাহকদের। এবার ব্যাংক একাউণ্টে ৩০,০০০ এর বেশি টাকা থাকলেই বন্ধ হয়ে যাবে সেই ব্যাংক। অর্থাৎ যে সমস্ত ব্যাংক গ্রাহকদের একাউণ্টে ৩০,০০০ এর বেশি টাকা থাকবে তাদের একাউণ্ট ক্লোজ করে দেওয়া হবে। এই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত কোটি কোটি গ্রাহকদের। আপনাদের জানিয়ে রাখি যে, এই তথ্য আরবিআই এর তরফে প্রকাশ্যে আনা হয়নি। এমন তথ্য ছড়িয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই তথ্য প্রচার করে বেড়াচ্ছে। পিআইবি এর তরফে এই তথ্যটিকে মিথ্যে খবর বলে দাবি করা হয়েছে।

আরবিআই জানিয়েছে, ব্যাংকে কোনও গ্রাহক কি পরিমাণ টাকা রাখবে সেটা সম্পূর্ণ গ্রাহকদের ব্যাপার। এই ব্যাপারে ব্যাংকের তরফে কোনও নিয়ম বেঁধে দেওয়া হয় না। আপনি চাইলেই হাজার থেকে শুরু করে কোটি কোটি টাকাও ব্যাংকের রাখতে পারেন। ব্যাংক আপনার সমস্ত গোপনীয়তা রক্ষা করবে। টাকা তোলা ও জমা করার মধ্যে কোনও প্রকার সীমাবন্ধতা নেই। নিয়মাবলী রয়েছে দু ক্ষেত্রে। এক, আপনি বছরের ১০ লাখের বেশি নগদ জমা করতে পারবেন না। ১০ লাখের বেশি নগদ জমা করতে চাইলে আপনার কাছ থেকে ব্যাংক নথি চাইতে পারে। দুই, ব্যাংকে নুন্যতম ব্যালেন্স রাখা যাবে সেই নিয়ে ব্যাংকের কিছু নিয়মাবলী রয়েছে। নুন্যতম ব্যালেন্স কমে গেলে সেক্ষেত্রে ব্যাংকের তরফে ফাইন কাটা হতে পারে। এছাড়া আর কোনও শর্ত ব্যাংকের তরফে দেওয়া হয় না।

তবে ব্যাংকে ৩০,০০০ এর বেশি টাকা থাকলে একাউণ্ট বন্ধ হয়ে যাবে এই প্রকার ভুয়ো তথ্য কারা ছড়াচ্ছে বিষয়টি খতিয়ে দেখছে আরবিআই।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *