রাজ্যের প্রতিটি পড়ুয়ার হাতে হাতে দেওয়া হবে ৩৩,০০০ টাকা! তাড়াতাড়ি করে ফেলুন ফর্ম ফিলাপ, জানুন বিস্তারিত

রাজ্যের প্রতিটি পড়ুয়ার হাতে হাতে দেওয়া হবে ৩৩,০০০ টাকা! তাড়াতাড়ি করে ফেলুন ফর্ম ফিলাপ, জানুন বিস্তারিত

রাজ্যের প্রতিটি পড়ুয়ার
হাতে হাতে দেওয়া হবে
৩৩,০০০ টাকা!

শীঘ্রই শুরু হবে
আবেদন প্রক্রিয়া

তাড়াতাড়ি করে ফেলুন
ফর্ম ফিলাপ

কীভাবে করবেন আবেদন?
লাগবে কি কি যোগ্যতা?
কাদের জন্য এই সুযোগ?

রাজ্যের পড়ুয়াদের জন্য নানা ধরনের প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। তারই মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্পটি হল ঐক্যশ্রী প্রকল্প। কারণ অন্যান্য প্রকল্পের চেয়েও এই প্রকল্পের অনুদান সবচেয়ে বেশি। রাজ্যের পড়ুয়ারা যাতে পড়াশুনো করে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে সেই লক্ষ্যেই চালু করা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলেই রাজ্যের পড়ুয়াদের হাতে পৌঁছে যাবে মোটা অঙ্কের টাকা। যা দিয়ে অনায়সেই পড়াশুনোর খরচ চালানো সম্ভব।

এই স্কলারশিপে মোট কত টাকা দেওয়া হবে?

এই স্কলারশিপের আবেদন করলেই কোর্স অনুযায়ী সর্বনিম্ন ১১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩,০০০ টাকা পর্যন্ত
আর্থিক সাহায্য দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। এই স্কলারশিপটি তিনটি ভাগে বিভক্ত-

১) প্রি ম্যাট্রিক স্কলারশিপ।
২) পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ও
৩) মেরিট কাম মিনস।

এই স্কলারশিপে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে-

তিনটি বিভাগ অনুযায়ী, এই স্কলারশিপের আবেদনের যোগ্যতাগুলো আলাদা আলাদা হবে।

প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদনের যোগ্যতা-

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীকে সংখ্যালঘু শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। সবার জন্য নয় এই স্কলারশিপ। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু শ্রেণি অর্থাৎ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ধর্মাবলম্বীর পড়ুয়ারাই এই স্কলারশিপে আবেদনের সুযোগ পাবে।
৩) আবেদনকারীর বাৎসরিক আয় হতে হবে দু লাখ টাকার মধ্যে ।
৪) আবেদনকারীকে রাজ্যের যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত হতে হবে।
৫) সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে।

মেরিট কাম মিনস স্কলারশিপের আবেদনের যোগ্যতা-

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার মধ্যে হতে হবে।
৪) সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে।
৫) আবেদনকারী কে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, ল অথবা বিজনেস কোর্সে পাঠরত হতে হবে।
৬) এক্ষেত্রে বাংলার বাইরের পড়ুয়ারাও আবেদনের সুযোগ পাবে।

কি কি ডকুমেন্টস জমা দিতে হবে-

১) আবেদনকারীর সর্বশেষ কোর্সের ফাইনাল পরীক্ষার মার্কশীট।
২) বর্তমান কোর্সের ভর্তির স্লিপ।
৩) ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স।
৪) পরিবারের আয়ের প্রমাণপত্র।

কীভাবে আবেদন জানাবেন-

প্রথমে wbmdfcscholarship.org ওয়েভসাইটে যান। এরপর সেখানে গিয়ে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন। এরপর আপনার তৈরি করা সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন আবেদন পত্রটি পূরণ করুন। ভালো করে খতিয়ে দেখে আবেদনপত্রটি সাবমিট করুন।

কবে থেকে শুরু হবে আবেদন?

১-২ মাসের মধ্যেই চলতি বছরের ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন চলবে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *