চিতা আসতেই হরিণ ছানা ফেলে পালাল মা! এরপর যা ঘটল তা অবিশ্বাস্য়, ঝড়ের গতিতে ভাইরাল হরিণ শাবকের শেষ পরিণতি

চিতা আসতেই হরিণ ছানা ফেলে পালাল মা! এরপর যা ঘটল তা অবিশ্বাস্য়, ঝড়ের গতিতে ভাইরাল হরিণ শাবকের শেষ পরিণতি

সদ্য জন্মেছে
ফুটফুটে হরিণ শাবক

কিন্তু চিতা আসতেই
পালিয়ে গেল মা

ফেলে গেল
ফুটফুটে হরিণ ছানাটিকে

এরপর যা ঘটেছে
তা অবিশ্বাস্য

কল্পনা করার
সাহস নেই আপনার

কি ঘটেছে শেষ পর্যন্ত?
কি পরিণতি হয়েছে হরিণ শাবকটির?

গভীর জঙ্গলের মাঝেই এক ফুটফুটে সদ্যজাত শাবকের জন্ম দিল মা হরিণ। কিন্তু আচমকা একটি চিতা আসতেই মা হরিণটি দৌড়ে পালাল। ফেলে গেল সদ্যজাত অসহায় শাবকটিক। যে কিছুক্ষণ আগেই ভূমিষ্ঠ হয়েছে এই পৃথিবীতে। চিতাটি ধীরে ধীরে এগিয়ে গেল হরিণ শাবকের কাছে। চিতাটি অবলা হরিণ ছানাটির কাছে যেতেই,নির্ভয়েই রইল হরিণ ছানাটি। হরিণের ছোট্ট শাবক ভেবেছে চিতাটি হয়ত তার জন্মদাত্রী মা। সে তো আর জানে না, চিতা একটি ভয়ংকর শিকারি। এই চিতাই তার ভক্ষক। এই দৃশ্যটি দেখে আপনি কি কিছু অনুমান করতে পেরেছেন? ভয়ংকর চিতা বাঘটি এই হরিণ শাবকের সাথে ঠিক করতে চলেছে?

দেখে মনে হচ্ছ, আর দেরী নয়, এক্ষুনি হরিণ শাবককে আস্ত গিলে নেবে চিতাটি। ছোট্ট ফুটফুটে হরিণ ছানাটির চিহ্নটুকুও হয়ত রাখবে না। গা ছম ছম করে উঠছে কি? ঠিক কি করতে পারে চিতাটি? কিন্তু চিতাটি যা করেছে তা রীতিমত চমকে দেবে আপনাকে। চিতাটি হরিণ শাবকের সাথে যা করতে পারে বলে অনুমান সেই সবের কিছুই করল না। লোভনীয় একটি শিকার, হাতের পেয়েও সে হরিণ ছানাটির বিন্দুমাত্র ক্ষতি করেনি। বরং নিজের সন্তানের মতই পরম যত্নে আগলে নেয় হরিণ শাবকটিকে। মায়ের মন বোধ হয় একেই বলে। মাতৃত্ব যে কি শক্তিশালী সেটাই বোধ হয় এখানেই প্রমাণ মেলে, যেখানে একটি ভয়ানক প্রাণীকেও নম্র ও শান্ত করে তুলতে পারে। দেখা যায় হরিণ শাবকটিকে মুখে করে নিজের আস্তানায় নিয়ে যায় চিতাটি। সেখানেই সন্তানস্নেহে বড় হয়ে ওঠে সেই হরিণ শাবকটি। হরিণ শাবকটিও চিতাটিকেই মায়ের স্থান দিয়েছে। বেশ দিব্যি খেলে বেড়াতে দেখা যায় চিতা ও হরিণ শাবটিকে। দুজনেই মনের আনন্দে এদিক ওদিক ছোটাছুটি করছে। দুজনেই যে আলাদা জাতের, সেই নিয়ে কোনও ভ্রূক্ষেপ নেই কারোরই। কারো মধ্যেই নেই আক্রমণের কোনও প্রবণতা। দুজনের মধ্যে আছে শুধু মা ও সন্তানের এক নিবিড় বন্ধন। সত্যিই এই দৃশ্য খুবই বিরল। হরিণ শাবক ও চিতাটির এই বন্ধন একেবারেই অভাবনীয়। পশুদের দুনিয়াতেও যে এত প্রেম ভালোবাসা হয় তা এই ভিডিওটি না দেখলে সত্যিই জানা যেতে না। যেখানে মানুষে মানুষে এত বিভেদ, বিচ্ছেদ, হিংসা, কেউ কারো বিপদে এগিয়েও আসে না। আর এদিকে এক শিকারি চিতা, তার শিকারকে সন্তানস্নেহে লালিত করছে। এই দৃশ্য নিজের চোখে দেখলেও যেন মানবজীবন স্বার্থক।

ভিডিওটি কে বা কারা শেয়ার করেছে সেই তথ্য জানা নেই বাংলা হান্টের। যিনি এই ভিডিওটি ধারণ করেছেন তিনি হরিণ ছানা ও চিতাটির উপর বেশ নজর রেখেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছেন বোঝাই যাচ্ছে। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল এই ভিডিওটি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *