কোটি কোটি মুসলিমদের বার্তা দিতে মসজিদে যাবেন নরেন্দ্র মোদী! কোন দেশের মসজিদে যাচ্ছেন মোদী?

কোটি কোটি মুসলিমদের বার্তা দিতে মসজিদে যাবেন নরেন্দ্র মোদী! কোন দেশের মসজিদে যাচ্ছেন মোদী?

কোটি কোটি মুসলিমদের বার্তা দিতে
মসজিদে যাবেন নরেন্দ্র মোদী
নিলেন বড়সড় উদ্যোগ

এই দেশের মসজিদে
শোনা যাবে মোদীর ভাষণ
সম্পন্ন হবে বড় বড় চুক্তি

মসজিদটির সঙ্গে
ভারতীয় মুসলিমদের রয়েছে
গভীর সম্পর্ক

কোন দেশের মসজিদে
যাচ্ছেন মোদী?
হঠাৎ মসজিদে কেন যাচ্ছেন তিনি?

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের অধিকাংশ দেশই ভারতের মিত্রে পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে মোদীজির মূল মন্ত্র দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন। এই মন্ত্রবলেই বহু দেশ ভারতের গুণমুগ্ধ ভক্তে পরিণত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের লক্ষ্যেই এবার মিশর পাড়ি দিচ্ছেন নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে আল হাকিম মসজিদ পরিদর্শন করবেন তিনি। তথ্য সূত্রে খবর, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসির নিজেই আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে। সেই সাথেই অনুরোধ করেছেন দুদিন মিশরে অবস্থান করার। ২৪ জুন মোদীর সফর শুরু হবে। ১৯৯৭ সালের পর নরেন্দ্র মোদীই প্রথম, যিনি মিশর সফরে যাচ্ছেন।

মিশরের আল হাকিম মসজিদটি গুজরাটের মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মসজিদটি সংস্কার করা হয়েছে গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায়। মসজিদ পরিদর্শনের পাশাপাশি, মিশরের প্রধানমন্ত্রী আল-সিসির সঙ্গে আলোচনাও সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশরের সঙ্গে ভারতের সম্পর্ক আরও কীভাবে মজবুত করা যায় সেই নিয়েও বৈঠক হতে চলেছে দু দেশের প্রধানের মধ্যে। নরেন্দ্র মোদীর এই সফরকে ঘিরে একাধিক উল্লেখযোগ্য বিষয় সামনে উঠে আসছে। কারণ দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে উচ্চ পর্যায়ের আলোচনার ব্যবস্থা করা হয়েছে সেখানে অনেক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

তারই উপর প্রধানমন্ত্রীর আগেও দুদেশের নেতা মন্ত্রীরাই ভারত ও মিশরে যাতায়াত সম্পন্ন করেছেন। এরই মধ্যে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে মিশরকে আমন্ত্রন জানানো হয়েছিল। শোনা যাচ্ছে মোদীর পর মিশরের রাষ্ট্র প্রধানও ভারত সফরে আসার কথা জানিয়েছেন। সব মিলিয়ে বিশেষজ্ঞদের অনুমান, ভারত ও মিশরের এই ঘনিষ্ঠতার মধ্যে দিয়েই একদিকে সম্পর্ক যেমন মজবুত হবে, অন্যদিকে দু দেশের আর্থিক ও বাণিজ্যিক উন্নতিও সফল হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *