ব্রেন স্ট্রোক থেকে বাঁচাবে নাকের ড্রপ! চার ঘণ্টার মধ্যেই নাকে দিয়ে টানতে হবে এই ওষুধ,গবেষণায় যুগান্তরকারী সাফল্য
এবার নাকের ড্রপ দিয়েই
আটকানো যাবে ব্রেন স্ট্রোক!
কমানো যাবে প্রাণহানির ঝুঁকি!
ঔষুধ, অপারেশন ছাড়াই
শুধু ড্রপ দিয়েই সুস্থ হবে রোগী
চার ঘণ্টার মধ্যেই
ফেলতে হবে ড্রপের ফোঁটা
সাথে সাথেই খুলে যাবে জমাট বাঁধা রক্ত
গবেষণায় যুগান্তরকারী সাফল্য
খুশিতে আত্মহারা চিকিৎসা মহল
আজকাল বিশ্বজুড়ে আতঙ্কের একটাই নাম ব্রেইন স্ট্রোক। ১০০ জনের মধ্যে ৩৫ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। মস্তিষ্কের রক্ত চলাচলে বিঘ্ন ঘটলেই স্ট্রোক হয়। স্ট্রোক মস্তিষ্কের এমন একটি পরিস্থিতি, যেখানে মস্তিষ্কে অক্সিজেন চলাচলও বন্ধ হয়ে যায়। এই সময় রোগীকে বাঁচাতে হলে দরকার প্রাথমিক চিকিৎসা। বিশেষ করে তাৎক্ষনিক কার্যকরী প্রাথমিক চিকিৎসা। রোগী স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর, ৩০ মিনিট মত সময় থাকে যাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই সময় সঠিক সিদ্ধান্ত নিলেই রোগীকে বাঁচিয়ে তোলা সম্ভব হয়।
এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে বড় বড় চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্ট্রোকের ঔষধ আবিষ্কারের। কীভাবে রোগীকে দ্রুত সংকটমুক্ত করা হয়, মস্তিষ্কে জমাট বাঁধা রক্তকে তরল করা যায় সেই নিয়েই অনেক ঔষধ, ইঞ্জেকশনও আবিষ্কার হয়েছে। এবার তৈরি হয়েছে নাকেপ ড্রপ। যা দিয়ে বাঁচানো যাবে স্ট্রোকে আক্রান্ত রোগীকে। এই ড্রপটি তৈরি করেছেন গোথেনবার্গ ইউনিভার্সিটি ও চেক অ্যাকাডেমি সায়েন্সের গবেষকরা। দীর্ঘদিন ধরেই তারা এই গবেষণাটি চালিয়ে আসছে। নিঃসন্দেহে এটি একটি যুগান্তরকারী আবিষ্কার। যেখানে এতদিন ধরে স্ট্রোকের চিকিৎসা হত অপারেশন ও ওষুধের মাধ্যমে, সেখানে দাঁড়িয়ে নাকের ড্রপ দিয়ে স্ট্রোকের চিকিৎসা অনেক বড় একটি বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণাটির প্রশংসা করেছে। একই সাথে দাবি করেছে এই ড্রপ দিয়েই এবার বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব।
কীভাবে কাজ করবে এই ড্রপটি?
চিকিৎসকেরা জানাচ্ছেন,এই স্প্রে-তে এমন কিছু উপাদান আছে, যার সাহায্যে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত দ্রুত তরলে পরিণত হবে। ইতিমধ্যেই এই ড্রপটি স্ট্রোকে আক্রান্ত ইঁদুরের উপর পরীক্ষা করা হয়েছে। একই সাথে ড্রপটির কার্যকারিতা নিয়েও সফলতা নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply