ভিড়ে ঠাসা ট্রেনের কামরা! টয়লেট যেতে সিটবেল্ট ধরে হামাগুড়ি রেলের কামরায়, প্রকাশ্যে বীভৎস দৃশ্য, হূলস্থুল নেট পাড়া
ভিড়ে ঠাসা ট্রেনের কামরা
চারিদিকে মাথায় মাথায় গিজ গিজ
টয়লেট যেতে হামাগুড়ি যুবকের
করমণ্ডল দুর্ঘটনার পরেও
একটুও বদলায়নি চিত্র
ফেরেনি বিন্দুমাত্র হুঁশ
অবৈধভাবে গাদাগুচ্ছের যাত্রী তুলে
প্রাণ হাতেই ছুটছে প্যাসেঞ্জার ট্রেন
প্রকাশ্যে নারকীয় রেল যাত্রার
বীভৎস দৃশ্য
হূলস্থুল নেট পাড়া
নিশানায় ভারতীয় রেল
এখনও করমণ্ডল এক্সপ্রেসের ক্ষত শুকোয়নি। তারই মধ্যে সামনে এলো ভারতীয় রেলওয়ের দুরবস্তার আরও ভয়ানক একটি দিক। সদ্য প্রকাশ্যে এসছে একটি ভিডিও। যা দেখে শিউরে উঠছে গোটা দেশ! যেখানে দেখা যাচ্ছে, ভিড়েঠাসা একটি কামরা। চারিদিকে প্যাসেঞ্জারদের মাথা আর ব্যাগপত্র। দেখেই বোঝা যাচ্ছে নির্দিষ্ট সংখ্যক যাত্রীর তুলনায় অনেক বেশি যাত্রী উঠেছে ওই কামরায়। সেই ভিড়ের মধ্যে থেকে একটি যুবককে দেখা যাচ্ছে কোনও রকমে ভিড় ঠেলে সুপার ম্যানের কায়দায় বেরিয়ে আসছেন। অনেক কষ্টে ভিড় পেরিয়ে যুবকটি টয়লেট করতে যায়। ভিডিওটিতে যেখানে যেখানে ভিড় দেখা যাচ্ছে সেই আসনগুলো টিকিটধারী স্লিপারকোচের যাত্রীদের। সম্পূর্ণ চিত্রটি দেখলে আপনিও উপলব্ধি করতে পারবেন কামরাটিতে নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই। নির্দিষ্ট সংখ্যার বাইরে যাত্রী তোলার ফলে কামরাটির ওজনও বেড়ে গেছে। যার ফলে বেড়ে গেছে কামরাটির ঝুঁকি।
সামাজিক মাধ্যমে বারে বারে ঘুরে ফিরে আসছে এই ভিডিওটি। ভারতীয় রেলের এমন নারকীয় পরিস্থিতি সামনে এনেছেন অভিজিৎ দীপকে নামে এক ব্যক্তি। তিনি ভিডিওটি ফেসবুক এবং টুইটারে পোস্ট করেন। সেই সাথেই ক্যাপশনে উল্লেখ করেন, ভিডিওটি ধারণ করেছেন তার খুড়তুতো ভাই। যিনি ওই ট্রেনটিতে সফর করছিলেন। অভিজিৎ দীপকে নামের ওই ব্যক্তি ভিডিওটি পোস্ট করে ভারতীয় রেলকে উদ্দেশ্য করে লেখেন-
” ভারতীয় রেলকে ধন্যবাদ ট্রেন যাত্রাকে এমন সাহসী ক্রীড়াতে বদলে দেওয়ার জন্য। ”
সামাজিক মাধ্যমে ভিডিওটি আসতেই তেঁতে যান নেটিজেনরা। একের পর এক প্রশ্ন আসতে থাকে ভিডিওটির কমেন্ট বক্সে। কমেন্টগুলোতে চোখ রাখলেই দেখা যায়, কেউ কেউ নিশানা করছেন নরেন্দ্র মোদী। ভারতীয় রেলওয়ে ব্যবস্থার এই হালের জন্য কেন্দ্র সরকারকে দায়ী করেছেন অনেকেই। আবার অনেকেই প্রশ্ন তুলছেন, করমণ্ডলের পরেও হুঁশ ফেরেনি রেল কতৃপক্ষের।
Leave a Reply