রামায়ণের সীতা কোন দেশের মেয়ে? ভারত নাকি নেপালের? সীতাকে ভারত কন্যা বলায় হূলস্থুল নেপালে
রামায়ণের সীতা কোন দেশের মেয়ে?
ভারত নাকি নেপালের?
‘আদিপুরুষ’-এ সীতাকে
ভারত কন্যা বলায় হূলস্থুল নেপালে
ক্ষেপে লাল সেখানকার সরকার
সংলাপ নিয়ে আপত্তির মাঝেই
সীতার জন্মস্থান নিয়ে
ঘটে গেল আরও বড় বিপদ
নেপালে নিষিদ্ধ
বলিউডের সমস্ত ছবি
তড়িঘড়ি সিনেমার
সংলাপ বদলের পথে প্রযোজক
ঠিক কি ঘটেছে?
সম্প্রতি দেশজুড়ে একটি সিনেমাকে কেন্দ্র করে খুবই বিতর্কের রোল উঠেছে। আলাপ আলোচনার কেন্দ্রবিন্দুতেও বারে বারে উঠে আসছে এই সিনেমা। সিনেমাটির নাম ‘আদিপুরুষ’। রামায়ণের আদলে তৈরি সিনেমাটিতে রাম, রাবণ ও হনুমানের সংলাপ ও সাজসজ্জাকে ঘিরে রীতিমত শোরগোল পড়েছে গোটা দেশে। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও সিনেমাটিকে কেন্দ্র ওড়ে হাসির রোল উঠেছে। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস ও কৃতি শ্যানন।
এই রকম পরিস্থিতির মধ্যেই সিনেমাটিকে কেন্দ্র করে সামনে এলো আরও বড় অভিযোগ। অভিযোগ তুলেছেন নেপাল সরকার। শুধু অভিযোগই নন, সিনেমাটির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপও নিয়েছেন তিনি। এই একটি সিনেমার জেরেই নেপালে নিষিদ্ধ হয়ে গেল বলিউডের সমস্ত সিনেমা। এবার থেকে ভারতের আর কোনও সিনেমাই নেপালে দেখানো যাবে না। বলিউডকে সম্পূর্ণ বয়কট করেছে নেপাল প্রশাসন। এর নেপথ্যে আছে মারাত্মক একটি ভুল। নেপাল সরকারের দাবি, আদিপুরুষ ছবিতে সীতাকে ভারতের কন্যা বলা হয়েছে। এই নিয়েই চটে লাল নেপাল সরকার। কারণ সরকারের মতে, মা সীতা ভারত নয় নেপালের কন্যা। রামায়নে উল্লেখিত জনকপুরের রাজা জনকের কন্যা সীতা দেবী। সেই জনকপুরী বিশ্বের আর কোথাও নয়, নেপালে অবস্থিত। এই নিয়েই আপত্তি জানিয়েছে নেপালের ইতিহাস বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষেরা। তাদের দাবি, এই সিনেমা নেপালবাসী সেন্টিমেণ্টে আঘাত করেছে। নেপালের আরাধ্য দেবী মা সীতাকে ছোট করা হয়েছে। নেপাল সরকার এই নিয়ে ভারত সরকারের কাছে অভিযোগ জানিয়েছন।
কাঠমাণ্ডুর মেয়র বালেন্দ্র শাহ এই পরিপ্রেক্ষিতে বলেন-
‘তিনদিন আগে আমরা এই ছবির নির্মাতাদের বলেছিলাম ছবিতে যেখানে জানকীকে ভারতীয় বলে দাবি করা হয়েছে সেই জায়গাটা সরিয়ে দিতে। নেপালের সরকার এবং নেপালিদের কাছে নেপালের সার্বভৌমত্ব, স্বাধীনতা আত্মসম্মান সবার আগে। তাই যতক্ষণ না এই আপত্তিকর জায়গা বদলানো হচ্ছে ততক্ষণ কাঠমাণ্ডুর মিউনিসিপ্যাল এলাকায় কোনও বলিউডি ছবি প্রদর্শিত হবে না।’
Leave a Reply