ধেয়ে আসছে অতি মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’! রক্ষা পাবে না পশ্চিমবঙ্গ, প্রকাশ্যে বড়সড় আপডেট
ধেয়ে আসছে
অতি মারাত্মক শক্তিশালী
ঘূর্ণিঝড় ‘তেজ’
গতি বাড়িয়ে ধারণ করছে
ভয়ংকর রুপ
তেড়েফুঁড়ে চালাবে তাণ্ডব
তছনছ করবে ঘরবাড়ি
ফুঁসছে সমুদ্র উপকূল
এবার আর রক্ষা পাবে না
পশ্চিমবঙ্গ
ভাসবে বানভাসী বন্যায়
জারি কড়া সতর্কতা
কবে-কোথায় আছড়ে
পড়বে ঘূর্ণিঝড় তেজ?
কতটা প্রভাবিত হবে
পশ্চিমবঙ্গ?
সবেমাত্র ঘূর্ণিঝড় বিপর্যয়ের বড়সড় ক্ষতি থেকে রক্ষা পেল রাজ্যবাসী। এবার সেই রেশ কাটতে না কাটতেই নতুন বিপদ, ঘূর্ণিঝড় ‘তেজ’। এটি ঘূর্ণিঝড় ‘মোকা’, ‘বিপর্যয়ের’ থেকেও অনেক বেশি ভয়ানক হতে পারে বলেই অনুমান হাওয়া অফিসের। আবাহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তেজ আছড়ে পড়ার সময় মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা প্রবল।
পূর্বাভাস অনুযায়ী আগামী মাসেই এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। কবে, কোনদিন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তা এখনও জানা যায়নি। কারণ ঘূর্ণিঝড়টির অবস্থান ও প্রকৃতি এখনও সেইভাবে স্পষ্ট নয় বলেই জানাচ্ছেন আবাহাওয়াবিদরা। আন্তর্জাতিক আবাহাওয়া দফতরের অনুমান, আগামী দিন কয়েকের মধ্যেই বঙ্গোপসাগরে ভয়ংকর একটি নিম্মচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যেই নিম্মচাপটি তৈরি হওয়ার পথে অগ্রসর হচ্ছে। এই নিম্মচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘তেজ’ এ পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টির টার্গেট পয়েন্ট দুটি। ওড়িশা ও পশ্চিমবঙ্গ। এই দু জায়গার স্থলভাগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। একই সাথেই ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় তেজ। বিশেষ করে, যারা নদীর পাড়ে বসবাস করছে তাদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগাম সাবধানতা অবলম্বনেরও নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবী ও জলযাত্রীদের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক হাওয়া অফিস।
Leave a Reply