রাজ্যের প্রত্যেক মহিলারা পাবেন ৫০০০ টাকা! লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও আরও বড় প্রকল্প নিয়ে এলো রাজ্য সরকার
লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও
আরও বড় প্রকল্প নিয়ে হাজির
রাজ্য সরকার
৫০০ কিংবা ১০০০ নয়
নাম তুললেই রাজ্যের সমস্ত মহিলারা
পাবেন ৫০০০ টাকা!
টাকার সাথে সাথেই
দেওয়া হবে বিস্তর সুযোগ-সুবিধা
গল্প নয়
একেবারে খাঁটি সত্যি!
কি নাম প্রকল্পটির?
কীভাবে করবেন আবেদন?
কাদের জন্য এই প্রকল্পটি?
এবার লক্ষ্মীর কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প, যুবশ্রী, শিক্ষাশ্রীর থেকেও বড় প্রকল্প নিয়ে হাজির রাজ্য সরকার। এই প্রকল্পের হাত ধরেই মহিলাদের হাতে হাতে দেওয়া হবে ৫০০০ টাকা। রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের চেয়েও অধিক জনপ্রিয়তা লাভ করতে চলেছে এই প্রকল্প। গ্রাম থেকে শহর বাংলার প্রতিটি মেয়েই এই প্রকল্পে আবেদনের সুযোগ পাবে। প্রকল্পটির নাম ‘জাগো প্রকল্প’ প্রকল্প। নবান্নের তরফে জানানো হয়েছে এই প্রকল্পটি অনেক বড় মাপের প্রকল্প। এই প্রকল্প শুধু টাকাই দেবে এমনটা নয় সেই সাথেই দেবে আরও অনেক সুযোগ সুবিধা। এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তোলা। প্রকল্পটির মাধ্যমে রাজ্যের মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে আশা করে হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে ঠিক কি কি সুবিধা পাওয়া যাবে?
এক, এই প্রকল্পে আবেদন করলে পাওয়া যাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋন লাভের সুবিধা পাবেন। সেই সঙ্গে আরো পাবেন ৫,০০০ টাকা করে ভাতা । একদম সম্পূর্ণ বিনামূল্যে এই টাকা দেওয়া হবে।
দুই, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক মহিলাকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে যার মাধ্যমে তারা সকলে ২ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পাবেন।
‘জাগো প্রকল্পের’ জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার?
এক, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
দুই, ছয় মাসের পুরনো ব্যাংক একাউন্ট থাকতে হবে
তিন, যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন।
চার, আবেদনকারীরা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে খুব ভালো হয়
কিভাবে আবেদন করতে হবে?
দুভাবে আবেদন করতে পারবেন। প্রথমটি অনলাইনে, দ্বিতীয়টি অফলাইনে।
অনলাইনে যারা আবেদন করবেন-
এক, প্রথমে ‘জাগো প্রকল্পের’ অনলাইন পোর্টাল shgsewb.gov.in এ প্রবেশ করতে হবে।
দুই, এরপর সেখানে প্রয়োজন মতো তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
তিন, এরপর আপনার কাছে দাবি করা যাবতীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
অফলাইনে যারা আবেদন করবেন-
এক, আবেদনকারী যে ব্লকের বাসিন্দা সেই ব্লক অফিসে গিয়ে, আবেদনকারী যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সেই গোষ্ঠী সম্পর্কিত যাবতীয় তথ্য জমা করেও আবেদন করতে পারবে।
দুই, এছাড়াও আবেদনকারীরা ৭৭৭৩০০৩০০৩ এই হেল্প লাইন নম্বরের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
সেক্ষেত্রে যেভাবে আবেদন করতে হবে –
এক, প্রথমে ৭৭৭৩০০৩০০৩ এই ফোন নাম্বারে একটি মিসড কল দিতে হবে।
দুই, এরপর সেই নম্বর থেকে আপনি যে নম্বরের মাধ্যমে মিসড কল করেছিলেন সেটিতে জাগো প্রকল্প কেন্দ্র থেকে ফোন করা হবে।
তিন, এরপর আপনাকে সেই ফোন কলের মাধ্যমেই আপনি যেই গোষ্ঠীর সদস্য সেই গোষ্ঠীর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কি কি ডকুমেন্টস জমা দিতে হবে?
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কিত যাবতীয় তথ্যের প্রমান পত্র।
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস।
৫) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
কতদিনের মধ্যে আবেদন করতে হবে?
এখনও এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া চলছে এবং যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন।
Leave a Reply