জানেন নীল ছবির নায়িকা থেকে কীভাবে দায়িত্বশীল মা হলেন সানি লিওনি? প্রকাশ্যে এলো কালো সত্য

জানেন নীল ছবির নায়িকা থেকে কীভাবে দায়িত্বশীল মা হলেন সানি লিওনি? প্রকাশ্যে এলো কালো সত্য

জানেন নীল ছবির নায়িকা থেকে
কীভাবে দায়িত্বশীল মা হলেন
সানি লিওনি?

হাজার লাঞ্ছনা সহ্য করে
কঠিনতম লড়াই জিতেই
কোলে তোলেন প্রথম সন্তান

মাতৃত্বের স্বাদ পাল্টে দিয়েছে
অভিনেত্রীর গোটা জীবন

এত বাঁধা বিপত্তি এড়িয়ে
কীভাবে আগলে রাখছেন
সন্তানকে?

একসময় তিনি ছিলেন এডাল্ট ভিডিওর রানী। কাঁপিয়ে তুলতেন শরীর বেচার বাজার। তাঁকে এক ঝলক দেখতে উপচে পড়া ভিড় জমত এডাল্ট ভিডিওর সাইটগুলোতে। তাকে নিয়ে সামনে নয় কথা হত পিছনে। কারণ তিনি যে রাতের রানী। দিনের আলোয় তার নাম নেওয়া বারণ। কথা হচ্ছে সানি লিওনিকে নিয়ে। যাকে নিয়ে বিভিন্ন ছুঁৎমার্গ থাকলেও, এখন তিনি নিজগুনেই উঠে এসেছেন দিনের আলোয়। পূর্বের পেশা নিয়ে অনেকেই তাঁকে বাঁকা নজরে দেখলেও, স্বভাবসিদ্ধ গুণে আজ তিনি জয় করে নিয়েছেন কোটি কোটি ভারতীয় মন। আর ৫ টা নারী থেকে একেবারেই আলাদা তিনি। মাতৃত্ব তাঁকে আমূল বদলে দিয়েছে। সাধারণ থেকে করে তুলেছে অসাধারণ। সানি লিওনের মা হয়ে ওঠার গল্প শুনলে চিনতে পারবেন এক নতুন সানি লিওনিকে।

মহারাষ্ট্রের লাতুর গ্রামের এক অনাথ আশ্রম। যেখানে সুদূর আমেরিকা থেকে সন্তান দত্তকের আশায় ছুটে আসেন সানি লিওনি ও ড্যানিয়েল উইভের। অনাথ আশ্রমেই ঢুকেই সানি লিওনের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা একটি কন্যা সন্তানের দিকে। বাচ্চাটির সারল্যে ভরা মুখ দেখে প্রাণ জুরিয়ে যায় অভিনেত্রীর। অথচ এই বাচ্চাটিকে দত্তক দেওয়ার তালিকায় রাখেননি অনাথ আশ্রম কতৃপক্ষ। কেন জানেন? কারণ বাচ্চাটির গায়ের রং শ্যাম বর্ণের। একই সাথে বাচ্চাটি রুগ্ন ও দুর্বল। দত্তক নিতে আসা কোনও দম্পতিই দত্তক নিতে চায়না ওই বাচ্চাটিকে। তাই বাচ্চাটির ঠাঁই হয় বাকিদের থেকে দূরে। আধ পয়লা সাদা একটি জামা পড়ে, ছেঁড়া পুতুল হাতে চুপটি করে দাঁড়িয়ে ছিল মেয়েটি। মেয়েটির দিকে চোখ যেতেই সাত পাঁচ না ভেবে সোজা গিয়ে কোলে তুলে নেন রাজকন্যাটিকে। সেই সাথে তাঁকে কোলে বসিয়ে, নিজের ব্র্যান্ডেড ব্যাগ থেকে রুমাল বার করে আলতো করে মুছে দেন রাজকন্যার কপালের ঘাম। সেই সাথেই নিজের হাতেই খাইয়ে দেন সঙ্গে আনা খাবার।

সকলের চোখে রিজেক্ট হওয়া সেই কন্যাই আজ ভারতের সবচেয়ে ধনী দম্পতির একমাত্র কন্যা সন্তান। অনাথ আশ্রমের ছোট্ট খুপরি পেরিয়ে আজ সে বিলাসবহুল বাংলোর বাসিন্দা। তার জন্য বরাদ্দ তিন থেকে চারটে কাজের লোক। এখন সে বাবা মায়ের সাথে ঘুরতে যায় বিদেশ। গায়ে পড়ে ডিজাইনার জামা। হাজারো সুখ স্বাচ্ছন্দ্য থেকে উন্নত জীবন যাপন আজ তার হাতের মুঠোয়। সঙ্গে ভাগ্য করে পেয়েছে দায়িত্ববান মা বাবা। শিশুকন্যাটির পরিচয় আজ নিশা কৌর ওয়েভার। সানি লিওনের একমাত্র কন্যা সে। যার জন্য প্রাণও দিয়ে দিতে তার মা। তাঁকে পেয়ে জীবনে পাল্টে গেছে তাঁর মায়ের। একদা নীল ছবির নায়িকা থেকে মা হয়ে ওঠার গল্পে, অনবদ্য এক চরিত্র সানি লিওনি। যিনি হাজার হাজার নারীর অনুপ্রেরণা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *