পঞ্ছায়েতে টিএমসিকে না জেতালে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী! প্রকল্পের নামে ভোট ‘ভিক্ষা’ চাইলেন মমতা

পঞ্চায়েতে TMC কে না জেতালে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী! প্রকল্পের নামে ভোট ‘ভিক্ষা’ মমতার

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী
প্রকল্পের নামে ভোট ‘ভিক্ষা’ মমতার

রাজ্যবাসীকে দিলেন
বড়সড় হার্ট অ্যাটাক

পঞ্চায়েতে না জেতালে
একে একে বন্ধ হবে
সমস্ত প্রকল্প

মা, বোনের ব্রেইন ওয়াশ
রাজ্যবাসীদের ব্ল্যাকমেইল
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধীদের

টানা দু মাস পর অবশেষে সমাপ্ত হল তৃণমূলের নবজোয়ার কর্মসূচী। কাকদ্বীপে আয়োজিত হল শেষ সভা। এদিন সভাস্থলে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বেশ লম্বা চওড়া বক্তব্য রাখেন রাজ্যের নেত্রী। অভিষেকের সফর ঘিরেও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় তাকে। এদিন ভাষণ দেওয়ার সময় ভবিষ্যতের প্রতুশ্রুতি যেমন শোনালেন, একই সাথে রাজ্যবাসীকে শোনালেন মন খারাপের কথা। স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলকে না জেতালে এতদিন যে সমস্ত আরাম আয়েস রাজ্যের মানুষকে দেওয়া হত সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। একই সাথে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প যেমন- লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী বন্ধ হয়ে যাবে। কাকদ্বীপের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন-

( লেখায় দেখাবে )

‘তৃণমূল কংগ্রেসকে জেতান, না তো লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনাকে?’

তিনি আরও বলেন-

( লেখায় দেখাবে )

‘স্বাস্থ্যসাথী কে দেবে পঞ্চায়েতগুলো না জিতলে? রাস্তা কে করবে? চাল বাড়িতে কে পৌঁছে দেবে? আমফান হলে উদ্ধার করে ত্রাণশিবিরে কে নিয়ে আসবে? কন্যাশ্রী-শিক্ষাশ্রী-ঐক্যশ্রীর ছেলে-মেয়েরা কোথায় যাবে? পেনশন হোল্ডাররা কোথায় যাবেন? স্বাস্থ্যসাথী কোথায় যাবে? পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতলে আমাদের হাত, মানে জোড়াফুলের হাত শক্তিশালী হবে।’

তিনি ভাষণের প্রতিটি লাইনের মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন, এই প্রকল্পগুলোর সুবিধা পেতে চাইলে অবশ্যই তৃণমূলকে জেতাতে হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বাক্স মজবুত করতে বার বার রাজ্যবাসীকে স্মরণ করিয়ে দিলেন লাভজনক প্রকল্পের কথা। একই রাজ্যবাসীদের জানান, সরকারের পক্ষ থেকে কোনও অবহেলা পেলে সরকারকে সরাসরি জানান। তিনি বলেন-

‘যদি কেউ কোথাও কিছু না পেয়ে থাকেন, তাঁরা আমাকে সরাসরি জানাবেন। আমি নিজে প্রতি সপ্তাহে দেখে নিই, কার কী প্রয়োজন আছে।’

এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যবাসীদের প্রকল্পের লোভ দেখানো ভালো চোখে দেখছেন না বিরোধীরা। অনেকেই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে প্রলোভন বলেও আখ্যা দিয়েছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *