মেয়েদের স্তনে চাকা কিংবা গোটা কেন হয় জানেন? প্রকাশ্যে এলো ৫টি চাঞ্চল্যকর কারণ
মেয়েদের স্তনে চাকা কিংবা গোটা
কেন হয় জানেন?
এগুলো কি স্বাভাবিক?
স্তনে চাকা হলেই কি
ক্যান্সারের লক্ষণ?
কীভাবে বুঝবেন স্তনে বাড়তে থাকা
মাংসপিণ্ডগুলো ভালো নাকি খারাপ?
৫টি কারণে স্তনে বাসা বাঁধে
এই মাংসপিণ্ডগুলো
কারণগুলি কি কি?
সামনে এলো
চাঞ্চল্যকর রিপোর্ট
মহিলাদের স্তনে অনেক সময় গোটা, দানা কিংবা চাকার মত কিছু মাংসপিণ্ড অনুভূত হয়। বেশির ভাগ মহিলাই এই বিষয়টি নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েন। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, মহিলারা এই পরিবর্তনগুলোকে ক্যান্সার ভেবেও ভয় পেয়ে যান। অনেকেই ভয়ে চিকিৎসকের কাছেও যান না। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, মহিলাদের স্তনে এই ধরনের অস্বাভাবিক কিছু হলেই সেটা ক্যান্সার হবে এমন কোনও কারণ নেই। বিভিন্ন কারণে স্তনে এই ধরনের মাংস পিণ্ড তৈরি হয়। এগুলো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। ক্যান্সার ছাড়াও ৫টি কারণে স্তনে অস্বাভাবিক মাংসপিণ্ড অনুভূত হতে পারে। এগুলোকে ভয় না পেয়ে বরং এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে বলছেন। নইলে বিপদ আরও বাড়তে পারে। এক নজরে দেখে নিন, স্তনে অনুভূত হওয়া গোটা, দানা কিংবা চাকার মত মাংসপিণ্ডগুলো আসলে কিঃ
এক, ফাইব্রোএডিনোসিসঃ মাসিকের আগে বুকের মধ্যে চাকা চাকা ও ব্যাথা অনুভুব হয়। একেই বলা হয় ফাইব্রোএডিনোসিস। মাসিক হবার পর এই লক্ষণগুলো চলে যায়। এই নিয়ে চিন্তার কিছু নেই। মাসিকের সময় বেশ কিছু হরমোন নির্গত হয়, যার ফলে এই লক্ষণগুলো দেখা দেয়।
দুই, ফাইব্রোএডিনোমাঃ এটিও বুকের মধ্যে ধরা পড়া এক ধরনের চাকা। সাধারণ হঠাৎ করেই এই লক্ষণ ধরা পড়ে। স্তনে ধরা পড়া এই চাকাগুলো সহজেই নড়াচড়া করে এবং এগুলো ব্যথাহীন হয়। এগুলোকে ব্রেস্ট মাউসও বলা হয়।এগুলো অনেক সময় বেশি বড় হলে অপারেশন করিয়ে ফেলা হয়।
তিন, ব্রেস্ট সিস্টঃ অনেক মহিলার স্তনেই ব্রেস্ট সিস্ট ধরা পড়ে। ব্রেস্ট সিস্ট হল মূলত জল ভর্তি টিউমার। মাসিক বন্ধ হওয়ার আগে ব্রেস্ট সিস্ট দেখা দিতে পারে। এগুলো দুভাবে বের করা হয় এক অপারেশন, দুই ইনজেকশনের মাধ্যমে সিস্ট থেকে জল বের করে ফেলে দেওয়া।
চার, ব্রেস্ট অ্যাবসেসঃ এটি স্তনে হওয়া একধরনের রোগ। এর ফলে স্তনে পুঁজ জমে, স্তনে ব্যাথার সৃষ্টি হয়। অনেক সময় চিকিৎসকেরা অ্যান্টিবায়োটিক দিয়ে পুঁজ বের করে আনেন।
পাঁচ, লাইপোমাঃ এটি একধরনের ফ্যাটি টিস্যুর টিউমার। কিন্তু এটি ক্যান্সারের কারণ নয়।
Leave a Reply