একলাফেই বড় শতাংশ DA বাড়ালো কেন্দ্র সরকার! কারা পাবেন এই ডিএ? মোটা কত শতাংশ বাড়ানো হয়? প্রকাশ্যে বিরাট বড় খবর

একলাফেই বড় শতাংশ DA বাড়ালো কেন্দ্র সরকার! কারা পাবেন এই ডিএ? মোটা কত শতাংশ বাড়ানো হয়?
প্রকাশ্যে বিরাট বড় খবর

একলাফেই বড় শতাংশ
DA বাড়ালো কেন্দ্র সরকার

আনন্দে আত্মহারা
কেন্দ্রের সরকারি কর্মীরা

রাজ্য সরকার যা পারে না
তাই করে দেখাল কেন্দ্র সরকার

কারা পাবেন এই ডিএ?
মোটা কত শতাংশ বাড়ানো হয়?
প্রকাশ্যে বিরাট বড় খবর

প্রতিটি সরকারি কর্মচারীর কাছেই ডিএ খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র গুরুত্বপূর্ণই নয়, ‘ডিএ’ সরকারি কর্মচারীদের নায্য দাবির মধ্যেও পড়ে। সরকারের তরফ থেকে কর্মীদের এই ডিএ বাড়িয়ে দেওয়া। সাম্প্রতিক পরিস্থিতি ও মূল্যবৃদ্ধি বিবেচনা করেই সরকার ধীরে ধীরে ডিএ বাড়িয়ে থাকেন। এই ডিএকে কেন্দ্র করেই উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের সরকারি কর্মচারীদের ঠিক মত ডিএ না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। এই নিয়েই রাজ্যজুড়ে আন্দোলন-অনশন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। একদিকে যখন রাজ্যজুড়ে এই অবস্থা তখনই কেন্দ্র সরকারের তরফে ডিএ নিয়ে দেওয়া হল বড়সড় ঘোষণা। কেন্দ্র সরকারের তরফে বাছাই করা বেশ কিছু সরকারি কর্মীদের ১৬ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।

এই খবরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা রীতিমত আনন্দে আত্মহারা। কাদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে এই ডিএ? কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-

‘যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অথবা কেন্দ্র সরকারের স্বয়াত্তশাসিত সংস্থার কর্মচারী রয়েছেন এবং যারা এখনও পূর্ব-সংশোধিত অর্থাৎ ৫ম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন তুলছেন তাঁদের ক্ষেত্রে DA, ১ জানুয়ারি ২০২৩ থেকে বেতনের ৩৯৬ শতাংশ থেকে বেড়ে ৪১২ শতাংশ করা হচ্ছে।’

অর্থাৎ সহজভাবে বললে, কেন্দ্র সরকারের কর্মচারীদের মধ্যে যারা এখনো পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে বেতন তুলছিলেন তাদের DA ৩৯৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪১২ শতাংশ। তাদের ডিএ বাড়ানো হয়েছে একলাফে ১৬ শতাংশ। কেন্দ্র সরকারের উদ্যোগে বেজায় খুশি কেন্দ্র সরকারের কর্মচারীরা। তবে এই সম্পূর্ণ ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তৎপরতা! আরও বেশি করে প্রশ্ন তুলছে রাজ্যের সরকারি কর্মচারীরা। কবে ডিএ বাড়বেন রাজ্য সরকার? সরব রাজ্যের সরকারি কর্মচারীরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *