গোটা দেশের মধ্যে কলকাতায় এই প্রথমবার চালু হল 5G অ্যাম্বুল্যান্স! কীভাবে পাবেন এই পরিষেবা? খরচ হবে কত?

গোটা দেশের মধ্যে কলকাতায় এই প্রথমবার চালু হল 5G অ্যাম্বুল্যান্স! কীভাবে পাবেন এই পরিষেবা? খরচ হবে কত?

গোটা দেশের মধ্যে কলকাতায়
প্রথমবার চালু হল 5G অ্যাম্বুল্যান্স!

এত বছরে যা কেউ করেনি
সেটাই করে দেখাল বাংলা

হাজার মাইল দূরে থাকলেও
রোগী ও ডাক্তারের যোগসূত্র
গড়ে দেবে এই অ্যাম্বুল্যান্স

বাঁচিয়ে দেবে রোগীর প্রাণ
ফিরিয়ে দেবে নতুন জীবন

কীভাবে পাবেন
5G অ্যাম্বুল্যান্সের পরিষেবা?
এর জন্য খরচ হবে কত?

পেশেণ্ট অসুস্থ হয়ে অবস্থান করছে অ্যাম্বুল্যান্সে। ডাক্তারবাবু দূরের চেম্বার থেকেই মনিটরে দেখতে পাবে শয্যাশায়ী সেই রোগীকে। রোগী তার কাছে পৌঁছানোর আগেই, তিনি সেখান থেকেই শুরু করবেন চিকিৎসা। ফলে রোগী সংকটজনক অবস্থায় থাকলেও, প্রাণ বাঁচানো যাবে সহজেই। আর এর পেছনে সমস্ত অবদান অভিনব একটি অ্যাম্বুল্যান্সের। যার নাম ফাইভ জি অ্যাম্বুল্যান্স। এই প্রথম বার দেশে এলো ফাইভ জি অ্যাম্বুল্যান্স। সারা ভারতজুড়ে এই প্রথম কলকাতায় শুরু হয়েছে ফাইভ জি অ্যাম্বুল্যান্স পরিষেবা।

সম্প্রতি এই ফাইভ জি অ্যাম্বুল্যান্স উদ্বোধন হয়েছে কলকাতা শহরের পাঁচতারা একটি হোটেল। দেখতে নজরকাড়া এই অ্যাম্বুল্যান্স। সমস্ত উন্নত, আধুনিক চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ রয়েছে এই ফাইভ জি অ্যাম্বুল্যান্সের ভেতরে। সংকটাপন্ন রোগীকে দ্রুত সুস্থ লাইফ সাপোর্ট দেওয়ার মত সুযোগ ও পরিষেবা এই অ্যাম্বুল্যান্সের ভেতর রয়েছে। এই অ্যাম্বুল্যান্সে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদের। কারণ অন্যান্য রোগীদের থেকেও এই ধরনের রোগীদের ক্ষেত্রে সময় অনেক বেশি দামী। সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে এই সব রোগীদের প্রাণে বাঁচানো সম্ভব। আর এই অ্যাম্বুল্যান্সে যেহেতু প্রাথমিক চিকিৎসার জন্য সমস্ত বন্দোব্যস্ত রয়েছে, ফলস্বরূপ রোগীর প্রাণ বাঁচাতে এই অ্যাম্বুল্যান্সগুলো বিশেষ ভূমিকা পালন করবে। অনেকের মনেই প্রশ্ন, এই অ্যাম্বুল্যান্সের পরিষেবা পেতে খরচ কেমন হতে পারে? তাদের উদ্দেশ্যেই জানিয়ে রাখি, এই পরিষেবাটি পেতে খরচ একেবারেই নামমাত্র। এক্ষেত্রে অ্যাম্বুল্যান্সে থাকাকালীন যেসমস্ত ওষুধ দেওয়া হবে শুধুমাত্র তার টাকাই দিতে হবে।

এদিন এই ফাইভ জি অ্যাম্বুল্যান্সের উদ্বোধনে উপস্থিত ছিলেন এপোলো হাসপাতালের প্রেসিডেন্ট
ডা. কে হরিপ্রসাদ, পূর্বাঞ্চলের সিইও রানা দাশগুপ্ত, মেডিক্যাল সার্ভিস ডিরেক্টর ড. সুরিন্দর সিং ভাটিয়া। আপাতত কলকাতাতেই চালানো হবে এই অ্যাম্বুল্যান্স। পরিষেবা পেতে ডায়াল করতে হবে ১০৬৬। এই অ্যাম্বুল্যান্স প্রসঙ্গে
এপোলো হাসপাতালের চিকিৎসক ডা. অরিজিৎ বসু জানিয়েছেন-

‘ স্ট্রোক কিম্বা হার্ট অ্যাটাকের রোগীদের জন্য মাস্টারস্ট্রোক হতে চলেছে এই ফাইভ জি অ্যাম্বুল্যান্স। রোগীকে অ্যাম্বুল্যান্সে তুলেই ওয়াইফাই দিয়ে ফাইভ জি কানেক্ট করা হবে। রোগীর বেডের পাশে থাকবে ক্যামেরা, মনিটর। হাসপাতালের জরুরি বিভাগে বসে রোগীকে দেখতে পাবেন চিকিৎসক। ‘

যেখানে দিন দিন হার্ট অ্যাটাক কিংবা হৃদ রোগের ঝুঁকি বেড়ে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অত্যাধুনিক এই ফাইভ জি অ্যাম্বুল্যান্স বিশাল বড় অবদান রাখবে, এই নিয়ে আশাবাদী আমজনতাও।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *