অন্যের ট্রেনের টিকিট কেটেই হয়ে যান লাখপতি! বাড়ি বসে বড়লোক হওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে ভারতীয় রেলওয়ে
অন্যের ট্রেনের টিকিট কেটেই
হয়ে যান লাখপতি
লাগবে না বিন্দুমাত্র খরচ
অথচ দুহাতে কামাবেন
মোটা অঙ্কের টাকা
ঘরে বসে বসেই বড়লোক হওয়ার
দুর্দান্ত সুযোগ দিচ্ছে
ভারতীয় রেলওয়ে
কীভাবে করবেন এই উপার্জন?
কোথায় করতে হবে যোগাযোগ?
দুটো বাড়তি পয়সা ইনকাম করতে কে না চায় বলুন তো? মূল উপার্জনের পাশাপাশি বাড়তি কিছু টাকা ইনকামের সুযোগ সকলেই খোঁজে। এবার সেই সুযোগই করে দিচ্ছে ভারতীয় রেল। রেলের হাত ধরেই আপনার হাতে উঠবে বাড়তি পয়সা। তাও আবার কোনও রকম খরচপাতি ছাড়াই। কীভাবে এই উপার্জন হবে শুনলে আনন্দে লাফাবেন আপনিও। এই উপার্জনটি হবে শুধুমাত্র ট্রেনের টিকিট বুকিং এর মাধ্যমে। টিকিট বুকিং করেই আপনি বিপুল অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন।
কীভাবে করবেন এই উপার্জন?
ভারতীয় রেলের তরফে জানানো হচ্ছে কোনও যাত্রী যদি আইআরটিসির এজেণ্ট হয়ে টিকিট কাটে তবেই এই উপার্জনের সুযোগ পাবে। কোনও সাধারণ যাত্রী কিন্তু এই সুযোগ পাবে না। আইআরটিসির এজেণ্ট হলে সাধারণ টিকিট থেকে শুরু করে যাবতীয় টিকিটের উপর নানা ধরনের ছাড় ও কমিশন পাওয়ার সুযোগ বরাদ্দ। তাই সবার প্রথমে আইআরটিসির এজেণ্ট হওয়ার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ১ বছরের জন্য আইআরটিসি এজেন্ট হতে চান সেক্ষেত্রে আপনাকে আবেদন ফি হিসাবে জমা দিতে হবে ৩৯৯৯ টাকা। যদি দু’বছরের জন্য এজেন্ট হতে চান তাহলে আবেদন ফি হিসাবে জমা দিতে হবে ৬৯৯৯ টাকা। একবার আপনি আইআরটিসির এজেণ্ট হয়ে গেলেই আবেদন ফিসের থেকেও ১০ গুণ বেশি উপার্জন করতে পারবেন। ফলে আবেদন করতে টাকা খরচ হলেও সেটাই আপনি পরবর্তীতে বাড়তি টাকা হিসেবেই রিটার্ন পাবেন।
কীভাবে লাভ করবেন বাড়তি টাকা?
আইআরটিসির এজেণ্ট হওয়ার পর প্রতি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে লাভ করবেন মোটা অঙ্কের কমিশন। PNR হিসাবে দেওয়া হয় এই কমিশন। নন এসি টিকিটের ক্ষেত্রে কমিশন দেওয়া হয় ২০ টাকা। এসি টিকিটের ক্ষেত্রে কমিশন দেওয়া হয় ৪০ টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো আইআরসিটিসির এজেন্ট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর শুধুমাত্র ট্রেনের টিকিট নয়, বিভিন্ন হোটেলের ক্ষেত্রেও নানা ধরনের ছাড় পাওয়া যায়। এজেণ্ট হওয়ার পর আপনি আরও বাড়তি উপার্জন করতে পারেন। এর জন্য অন্যান্য যাত্রীদের টিকিট কেটে দিতে হবে। আপনি একবার এজেন্ট হওয়ার পর সাধারণ টিকিট ছাড়াও তৎকাল, রেক সব ধরনের টিকিট বুকিং করতে পারবেন অয়ানাসেই। সেই টিকিট আপনার নিজের জন্যও হতে পারে কিংবা অন্যের জন্য।
Leave a Reply