‘২ বছর বয়স থেকে রাজনীতি করেন অভিষেক’, ভাইপোকে নিয়ে কালো সত্য সামনে আনলেন মমতা
মাত্র ২ বছর বয়স থেকেই
রাজনীতি করছেন অভিষেক ব্যানার্জি
চোখের জলে স্মৃতিচারণা মমতার
অভিষেকই যোগ্য উত্তরাধিকারি
বাংলার দায়িত্ব পালনে উপযুক্ত মুখ
ভাইপোর তুমুল প্রশংসা করেই
হাতে দিলেন বহুমুল্যের উপহার
জনসমক্ষেই বিরাট ঘোষণা
মুখ্যমন্ত্রীর
ফাঁস করলেন
ভাইপোকে নিয়ে কালো সত্য
টানা ২ মাস ধরে চলেছে অভিষেকের নবজোয়ার কর্মসূচী। অবশেষে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এসে সমাপ্ত হল নবজোয়ার কর্মসূচীর ধারাবাহিক পর্ব। এদিন নামখানায় বিরাট সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। গোটা সভায় বিশেষ নজর কেড়েছে পিসি ভাইপো জুটি। নামখানার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল তোলপাড় করা ভাষণ। বিরোধীদের ‘পিসি ভাইপো’ কটাক্ষ আর ‘পরিবারতন্ত্র’ অভিযোগের, কড়া জবাব দিয়েছেন বঙ্গ নেত্রী। একই সাথে মুখ খুলেছেন অভিষেকের প্রতি স্বজনপোষণের বিরুদ্ধে। এদিন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল, সভার মাঝেই অভিষেককে দেওয়া মমতার উপহার। নবজোয়ার কর্মসূচীর শেষ এপিসোডে
ভাইপো অভিষেকের হাতে একটি ফটো ফ্রেম তুলে দেন পিসি মমতা। কি ছিল সেই ফটোতে? ফটো ফ্রেমটিতে দেখা যাচ্ছে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বসে রয়েছেন অসুস্থ মমতা ব্যানার্জি। সঙ্গে রয়েছেন তার মা এবং মায়ের কোলে ২ বছরের ছোট্ট অভিষেক। ছবিটি অভিষেকের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এর পর ব্যাখা করেন ছবির নেপথ্যকাহিনী। মুখ্যমন্ত্রী জানান-
( লেখায় দেখাবে )
‘মাত্র ২ বছর বয়স থেকে রাজনীতি করে অভিষেক। ৯০ সালে সিপিএম আমাকে মেরেছিল। আমি হাসপাতাল থেকে মার খেয়ে বাড়ি ফিরেছিলাম। ২ বছরের অভিষেক মায়ের কোলে বসে আমি যা যা বলেছি সব মন দিয়ে শুনেছে। তারপরের দিন থেকে দেখেছি, ও একটা ঝান্ডা হাতে নিয়ে বাড়িময় দৌড়ত আর বলত – দিদিকে কেন মারলে, সিপিএম জবাব চাই, জবাব দাও। সেই থেকেই ও রাজনৈতিকভাবে সচেতন হয়ে পড়েছিল। এখন সবাই বলে, ও আমার ভাইপো বলে রাজনীতিতে এসেছে। সেটা একেবারে ঠিক কথা নয়।’
সেই সাথেই ৬০ দিন ধরে সাফল্যের সঙ্গে নবজোয়ার কর্মসূচী চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান অভিষেককে। তিনি বলেন-
( লেখায় দেখাবে )
‘৬০ দিন আগেকার অভিষেক আর আজকের অভিষেক এক নয়। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এল ও।’
এছাড়াও যোগ্যউত্তরাধিকারী হিসেবে স্নেহধন্য অভিষেকের তুমুল প্রশংসাও করেন। সকলের সামনেই তুলে ধরেন অভিষেকের সাফল্যের গুপ্ত কাহিনী। পাশাপাশি নবজোয়ার কর্মসূচীর শেষ এপিসোডে বেশ আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
Leave a Reply