বাংলায় লোকাল ট্রেনের পরিবর্তে ছুটবে লাক্সারিয়াস বন্দে ভারত! ঠিক কোন স্টেশন থেকে ছুটবে এই মেট্রোটি? কোথায় কোথায় দাঁড়াবে?
বাংলায় লোকাল ট্রেনের বদলে
চালু হবে লাক্সারিয়াস বন্দে ভারত
ছুটবে জনপ্রিয় ও ব্যস্ততম
এই রেল স্টেশন থেকেই
দরজায় ঝুলে ঝুলে
আর করতে হবে না
ট্রেন সফর
এবার থেকে
এসি কামরার নরম গদিতে বসেই
সম্পন্ন হবে গোটা যাত্রা
বাংলার ঠিক কোন স্টেশন থেকে
ছুটবে এই মেট্রোটি?
টিকিটের দামই বা কত?
কোথায় কোথায় দাঁড়াবে?
এবার বাংলার রেলযাত্রীদের জন্য আরও বড় সুখবর নিয়ে এলো ভারতীয় রেলওয়ে। রেলের সিদ্ধান্তে উপকৃত হবে বাংলার লাখ লাখ রেল যাত্রী। এবার থেকে শিয়ালদাহ শাখাতেও ছুটবে অত্যাধুনিক সেমি হাই স্পিড বন্দে ভারত মেট্রো। এই প্রথম বার শিয়ালদাহ শাখায় ছুটবে এই মেট্রোটি। লোকাল ট্রেনের পরিবর্তে বন্দে ভারতের দেখা মিলবে শিয়ালদাহ রেল স্টেশনে। রেলওয়ে সূত্রে খবর, এক্ষেত্রে আপাতত একটি মাত্র বন্দে ভারত চালানো হবে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
শিয়ালদাহ শাখায় যে বন্দে ভারতটি ছুটবে সেটি যাত্রা শুরু করবে শিয়ালদা থেকে, যাত্রা শেষ করবে লালগোলায়। স্টপেজ হবে নৈহাটি জংশন, কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ স্টেশনে। ট্রেনটির সময়সূচী জানানো হয়েছে। সকাল ৯:১০ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। ফিরবে দুপুর ৩:৫০ মিনিটে। ফেরার পথে লালগোলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে নতুন এই বন্দে ভারত ট্রেনটি। বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছ’দিনই ছাড়বে মেট্রোটি। যাত্রাপথে মোট সময় লাগবে ৪ ঘণ্টা ২৫ মিনিট। শিয়ালদা থেকে লালগোলার যাত্রাপথে বন্দে ভারত মেট্রোর গড় গতিবেগ থাকবে ঘণ্টায় ৫২.৩০ কিলোমিটার। টিকিটের দাম নিয়েও এখনও কিছুই জানা যায়নি। তবে সাধ্যের নাগালেই রাখা হবে দাম।
শিয়ালদাহ ছাড়াও আরও অনেক রুটে বন্দে ভারত মেট্রো নামানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেলওয়ে। তার মধ্যে রয়েছে হাওড়া থেকে আজিমগঞ্জ এবং হাওড়া থেকে ভাগলপুর। যাত্রীদের সুবিধার্থেই দেশজুড়ে নামানো হচ্ছে বন্দে ভারতের মত উন্নত মেট্রো রেল। ইতিমধ্যেই সারা দেশে ১৮ টি বন্দে ভারত চালু হয়েছে। আগামীতে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭৫। এমনটাই পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের ।
Leave a Reply