রোজ সুরাপানেই কমে যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি! গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
রোজ রোজ সুরাপানেই
কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি!
দূর হবে যাবতীয় দুশ্চিন্তা!
এবার ঢক ঢক করেই
মনের আনন্দে পান করুন
আকণ্ঠ সুরা
সুরা পানেই কীভাবে কমবে
হার্ট অ্যাটাক?
গবেষণায় উঠে এলো
চাঞ্চল্যকর তথ্য
হার্ট ভালো রাখতে হলে সুরা পান ত্যাগ করুন। এই কথা প্রায়শই ডাক্তার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন। কিন্তু কেমন হয় আপনাকে যদি এর উল্টোটা বলা হয়? অর্থাৎ হার্ট ভালো রাখতে এবার থেকে আর সুরা পান ছাড়তে হবে না। বরং আরও বেশি করে সুরা পান করুন। অবাক হলেও এবার এমন পরামর্শই পাবেন সুরা প্রেমীরা। সম্প্রতি সুরা পান নিয়ে গবেষণা চালিয়েছে আমেরিকার কলেজ অফ কার্ডিয়লজির একটি দল। এই গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। যেখানে দাবি করা হচ্ছে, প্রতিদিন কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি এক গ্লাস করে সুরাপান করেন সেক্ষেত্রে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে।
আর এই দাবি তারা কেবল মুখেই করছে না। ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি মানুষের উপর এই পরীক্ষাটি চালিয়েছে আমেরিকার এই গবেষণা দলটি। গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে ২ থেকে ৪ বার সুরা পান করেন, তাদের হার্ট অনেক বেশি ঝুঁকিমুক্ত। একই সাথে গবেষণাটিতে উঠে এসেছে আরও একটি উল্লেখযোগ্য দিক। দেখা যাচ্ছে যারা নিয়মিত অল্প পরিমাণ হলেও সুরা সেবন করেন তাদের মধ্যে টেনশন, প্রেসার এগুলো সাধারণ মানুষের তুলনায় অনেক কম। তাদের মধ্যে মানসিক চাপও সামান্য। অনেকেই অবশ্য আমেরিকার এই গবেষণা দলটির সঙ্গে সহমত নয়। তবে আমেরিকার কলেজ অফ কার্ডিয়লজির গবেষকরা জানাচ্ছেন তারা এই গবেষণার মধ্যে দিয়ে কাউকে সুরা পানের প্রতি আসক্তি বাড়ানোর কথা বলেননি। তারা শুধু মাত্র অল্প সুরা পানের ফলে, যে উপকার পাওয়া যায় সেই কথাই ব্যক্ত করেছেন।
অতিরিক্ত সুরা পান শরীরের পক্ষে ক্ষতিকারক সেই বিষয়ে গবেষণা দলটি বহু আগে থেকেই সতর্কবার্তা দিয়ে আসছে। তারা জানিয়েছে, অতিরিক্ত মদ্যপান লিভার, কিডনির ব্যাপক ক্ষতি করে এই পরিপ্রেক্ষিতে তারা সাবধানবাণীও দিয়েছেন।
Leave a Reply